in

মাইরালামাইরালা

ফুসফুস বের করে সাবান পানিতে জীবানুমুক্ত করার থিওরি আবিস্কার করলেন ফেনীর জয়নাল

ফুসফুস বের করে সাবান পানি জীবানুমুক্ত করার ভুয়া এক থিওরি আবিস্কার করেছেন ফেনীর জয়নাল কাছারী নামের এক ব্যক্তি। জানা যায়, আজ সকালেই লাইভে এসে নিজের ফুসফুস হাতে নিয়ে সাবান পানি দিয়ে ডলে ডলে পরিস্কার করে ধুয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দেন জয়নাল ভাই। আমাদের প্রতিবেদক নিজেও হোম কোয়ারেন্টিন থাকায় জয়নাল ভাইকে লাইভে ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে কমেন্ট করলে, জয়নাল ভাই লাইভ শেষে আমাদের প্রতিবেদককে ভিডিও কল করেন। ভিডিও কলে তিনি আমাদের বলেন- “গতকাল রাতে স্বপ্নে বাবা ফটকেশ্বর আমাকে এই ভুয়া থিওরি দিয়েছেন। আমার বিশ্বাসী মানুষজন যদি নিজের ফুসফুস আমার মত বের করে ভালোমত সাবান পানি দিয়ে ডলে ডলে পরিস্কার করেন, তবে কোন জীবানুই তাদের স্পর্শ করবে না। আর এমন আবিস্কারের জন্য কেউ আমাকে নোবেলের যোগ্য মনে না করলেও, আমি ভাবছি যে আমি নিজেই নিজেকে নোবেল দেব”।

এদিকে জয়নাল ভাইয়ের এমন আবিস্কারের জন্য “পাগল ছাড়া দুনিয়া চলে না” (পাছাদুচে)র পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। এমনকি জয়নাল ভাইকে নিয়ে সাইন্স ফিকশন সিনেমা বানানোরও ঘোষণা দিয়েছেন জেমস ক্যামেরুন।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনার বর্তমান অবস্থা কোন Doge মিমটির মতো

মেষ রাশির কারও সাথে হোম কোয়ারেন্টিনে থাকলে, এই ৮টি ব্যাপার আপনার জানা উচিত