in ,

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

প্রতিদিনের সাধারণ যে ১২টি ব্যাপার এই কোয়ারেন্টিনে খুব বেশি মিস করছি

জীবনের প্রতিটি মুহূর্তই যে কত সুন্দর, তা আমরা অনেক সময়ই ভুলে যাই। আসলে প্রতিদিনের শত ব্যস্ততার মাঝে ছোট ছোট ঘটনার সৌন্দর্যগুলো আমাদের চোখে পড়ে না। অথচ হোম কোয়ারান্টিন এসে জীবনের ব্যস্ততা কেড়ে নিয়ে যাওয়ার পর ঐসব ছোট ব্যাপারগুলোই মাথার ভেতর উঁকিঝুঁকি দিচ্ছে। চলুন তাহলে দেখে নেই, ব্যাপারগুলো কি কি-

১. রিকশায় চড়ে ঘুরে বেড়ানো

via GIPHY

 

২. রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, চটপটি খাওয়া

via GIPHY

 

৩. বন্ধুদের/কলিগদের সাথে নিজের খাবার শেয়ার করা

via GIPHY

 

৪. অনেক মানুষের ভিড় থাকা সত্ত্বেও কারো হাত ধরে রাস্তায় হাটা

via GIPHY

 

৫. দোকানে গিয়ে দোকানির সাথে দরদাম করা

via GIPHY

 

৬. পরিচিত সেই পার্লার/সেলুনে যাওয়া

via GIPHY

 

৭. বন্ধুরের সাথে কনসার্টে যাওয়া, মুভি দেখতে যাওয়া

via GIPHY

 

৮. ভিড় ঠেলে লোকাল বাসে ঝুলে ঝুলে বাসায় ফেরা

via GIPHY

 

৯. ক্লাসে স্যারের নজর ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়া

via GIPHY

 

১০. বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে যাওয়া

via GIPHY

 

১১. টঙের দোকানে এক কাপ চা

via GIPHY

 

১২. এমন ঝড়ের দিনে বৃষ্টিতে ভেজা

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

Quiz: জেনে নিন আপনার কোয়ারেন্টিন জীবন নিয়ে লেখা বইয়ের নাম কি হবে

হোম কোয়ারেন্টিনে সিঙ্গেলদের জীবনে নেমে আসা এই ৮টি বিপর্যয়, সত্যিই দুঃখজনক