আপনারা খুব ভালো বন্ধু, বলতে গেলে সারাক্ষণই একসাথে চলাফেরা করছেন, তবে জিনিসটা আটকে আছে সেখানেই। প্রেম হবে হবে করেও হচ্ছে না, কারন বন্ধুত্বের একটা লেবেল লাগানো আছে আপনাদের সম্পর্কের মাঝে। তাই ভয়ে আছেন, বললেই যদি সব শেষ হয়ে যায়। সত্যিই এমন মাঝামাঝি অবস্থা বড় যন্ত্রণার। তাই আমাদের আজকের তালিকা আপনাদের নিয়েই, দেখুন তো রিলেট করতে পারেন কিনা!
১. পরিবার বা বন্ধুদের সামনে তাকে কি বলে পরিচয় করিয়ে দিবেন, সেটা এক ধরনের যুদ্ধ আপনার কাছে
via GIPHY
২. বন্ধুরা একনাগাড়ে জিজ্ঞেস করতেই থাকে, আপনাদের মধ্যে কি চলছে
via GIPHY
৩. ফেসবুক বা ইন্সটাগ্রামে আপনাদের একসাথে ছবি পোস্ট করবেন কিনা, সেটা ঠিক করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়
via GIPHY
৪. মাঝে মাঝে এটা বন্ধুত্ব না প্রেম, তা নিয়ে দুইজনই দ্বিধায় পড়ে যান
via GIPHY
৫. ভ্যালেন্টাইনস ডে আসে আর যায়, কিন্তু কেউই ঐদিন সাহস করে বলতে পারেন না- “চলো দেখা করি”
via GIPHY
৬. যখন কেবল আপনারা দুজনে একসাথে থাকেন, সেটাকে হ্যাংআউট না ডেট কি নাম দিবেন, বুঝে উঠতে পারেন না
via GIPHY
৭. অন্য কাউকে নিয়ে তার ফিলিং আছে শুনলেই, হিংসায় বুক জ্বলেপুড়ে যায়
via GIPHY
৮. দুইজনই যে দুজনের সাথে ইনবক্সে সবচেয়ে বেশি কথা বলেন, তা আপনার জেনেও না জানার ভান করেন