এবারের ঈদে বাইরে যাওয়া হবে না দেখে অনেকেই হতাশ হয়েছেন। অথচ একবারও কি ভেবে দেখেছেন, ঘরে বসে ঈদের আনন্দ কিন্তু একেবারেই মন্দ নয়। কিভাবে? চলুন তা জেনে নেয়া যাক আজকের তালিকা থেকে!
১. টিকিট কেনার জন্য ভোর রাত থেকে ১০ কিঃমিঃ লাইনে দাঁড়াতে হবে না
via GIPHY
২. ছোটরা সালামির জন্য পেছনে ঘুরঘুর করার সুযোগ পাবে না
via GIPHY
৩. বাইরে রেস্টুরেন্টে গিয়ে এবার অযথা টাকা খরচ হবে না, আরামে বাসার খাবারই খাওয়া যাবে
via GIPHY
৪. এবার নিজের জন্য কিংবা অন্যদের জন্য ঈদ শপিং করা হয়নি দেখে, অনেক রকম ঝামেলা আর টাকা খরচের হাত থেকে রক্ষা পাওয়া গেছে
via GIPHY
৫. প্রতিবার দর্জিরা যে কাপড় নষ্ট করে ফেলতো আর ডেলিভারি নিয়ে উল্টাপাল্টা করতো, এবার আর সেই সুযোগ হয়নি
via GIPHY
৬. পার্টনার আর বন্ধুদের সাথে আড্ডার সময় ম্যানেজ করতে গিয়ে প্রতিবারের মতো হিমশিম খেতে হবে না
via GIPHY
৭. যারা আত্মীয়দের সাথে দেখা করাটা একটু এড়িয়ে চলতে চান, তাদের তো এবার কোন ঝামেলাই নেই
via GIPHY
৮. যারা ঈদের দিন নিরিবিলি ঘুমাতে ভালোবাসতেন, কিন্তু অন্যদের জন্য পারতেন না, তাদের জন্য তো এবারই আসল ঈদ!