পিপিই পরে সালামি নিতে আত্নীয়দের বাসায় বাসায় যাচ্ছেন মিরপুরের সালাম নামের এক তরুণ, মূলত অনলাইনে আত্নীয়স্বজনরা সালামি দিতে অস্বীকৃতি জানালে, তিনি এমন পদক্ষেপ নেন। এ ব্যাপারে সালাম ভাইয়ের সাথে কথা বলতে গেলে তিনি বলেন- “সবাইকে অনলাইনে সালাম করে ফেলসিলাম, এরপর সালামি চাইতে গেলে সবই দোয়া দিয়ে কাজ চালাতে চাইলো, এইটা কোন কথা বলেন, আবার কেউ কেউ বলে পরে দিবে, ক্যান আমারে বিকাশ করে দিলেই তো পারে। যখন সবাই এক এক করে পল্টি নেওয়া শুরু করলো, তখন গুলিস্তান থেকে কেনা আমার দুই নাম্বার পিপিই পরে সবার বাসায় হানা দেওয়া শুরু করলাম, এখন সুরসুর করে সালামি বের হয়ে আসছে। অনেকের বাসাতেই ঢোকা লাগছে না, বারান্দা থেকেই সালামি ছুড়ে মারছে হে হে কিয়েক্টাবস্তা বলেন।”
এদিকে সালাম ভাইয়ের এমন পদক্ষেপে বাংলাদেশ সালামি কালেক্টর সমিতি (বাসাকাসি) থেকে সালাম ভাইকে অভিনন্দন জানানো হয়েছে, বাসাকাসির সভাপতি পিচ্চি মোবারক বলেন- “সালাম ভাইকে আমার নীল সালাম, সালাম ভাইয়ের এমন সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপের জন্য আমরা বাসাকাসির সদস্যদের এবার সালামি বিহীন ঈদ যাবে না, আমরা দলে দলে আত্নীয়দের বাসায় সালামির জন্য হানা দিবো, সালাম ভাইয়ের জন্য আমি বাসাকাসির সভাপতির পদ ছেড়ে দিতেও রাজি।”
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।