“লুঙ্গি” বাংলাদেশি পুরুষদের জন্য এক আশীর্বাদের নাম, এই লুঙ্গি না থাকলে জীবনটা যে কেমন হতো তা ভাবাই যায় না, কিন্তু আজকে লুঙ্গির গুনগান গাইবো না। লুঙ্গি যেমন আরামের, তেমনি লুঙ্গির রয়েছে অদ্ভুত কিছু বিড়ম্বনা।
via GIPHY
রাতে লুঙ্গি পরে একবার ঘুমিয়েছিলাম সকালে উঠে কোথাও আর তাকে খুঁজে পেলাম না, ভাবতে পারেন অবস্থাটা কি ছিলো?
via GIPHY
তারপরে তীব্র বাতাসের সময় লুঙ্গি পরে ছাদে বা বাইরে গেলে আপনার অবস্থাটা একদম হবে ঠিক আজকের টাইটেলের মত “হাল্কা বাতাসে, লুঙ্গি আকাশে”
via GIPHY
এছাড়া নিখিল বাংলার বন্ধু সমাজের কথা তো বাদই দিলাম। কারণ এদের মত সুযোগ পেলেই লুঙ্গি নিয়ে টানাটানি বোধ হয় আর কেউ করে না। রাস্তাঘাটে ইজ্জতের একদম স্পেশাল ফালুদা করে দিতে কোন বন্ধুর লুঙ্গিতে একটা টানই যথেষ্ট বলেই এরা এই কাজে একদম বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।
via GIPHY
এদিকে লুঙ্গি বারবার টাইট দেওয়াটাও আরেক ঝামেলার নাম, প্যান্ট তো একবার পরলেই লক হয়ে যায়, কিন্তু লুঙ্গি বাবাজি তেমন নয়। বারবার টিলা হয়ে যাওয়া তার স্বভাবগত দোষ, আর এই টিলামী তার আরো বেশি শুরু হয়, যখন দুই হাতে কোন কিছুতে ব্যস্ত থাকে।
via GIPHY
তারপর আছে বাংলার মুরুব্বিদের সামনে দিয়ে অন্যসব বেয়াদবি একদিকে, আর লুঙ্গি উঠিয়ে সামনে দিয়ে হেটে যাওয়া আরেকদিকে, এই বেয়াদবি যেন ক্ষমার অযোগ্য কোনো কাজ।
via GIPHY
তবুও এত বিড়ম্বনার পরেও বাংলার লোকাল এসি লুঙ্গি আমাদের কাছে এক ভালোবাসার নাম, এই এসি আছে বলেই এখনকার এই ঘরে থাকা দিনগুলোও আমাদের এত আরামে কেটে যাচ্ছে।
via GIPHY
কথা ঠিক কিনা?