স্কুলে বাংলা আমার প্রিয় সাবজেক্ট গুলোর মধ্যে একটি ছিল, কারণ শুধুমাত্র এই একটি পরীক্ষায় অল্প পড়েও ভালো নম্বর পাওয়া যেত। আমার কাছে বাংলা পরীক্ষা মানেই পরীক্ষার আগে চিল মেরে বেড়ানো আর পরীক্ষার হলে কে কত বেশি লিখতে পারে তার ২ ঘন্টার রেস। কি মনে আছে সেই দিন গুলোর কথা? কবি পরিচিতি আর পাঠ পরিচিতি? তবে সেই স্কুল জীবনের বাংলা পরীক্ষার ১০টি ঘটনা আবারও মনে করে দেখুন আজকের লিস্ট থেকে
১. পরীক্ষার আগের রাতে বন্ধুদের সাথে টৈ টৈ করে ঘুরে বেড়ানো, কারণ বাংলা পরীক্ষা মানেই নো টেনশন ডু ফুর্তি!
via GIPHY
২. “দোস্ত তুই জাস্ট জন্ম আর মৃত্যু সাল গুলা মুখস্ত কর, বাকি সব আমি দেখতেসি!” এভাবে বন্ধুদের সাথে পাঠ পরিচিতি আর লেখক পরিচিতি ভাগাভাগি করে নেয়া
via GIPHY
৩. পরীক্ষার হলে ৩/৪ টা কলম নিয়ে একদম যুদ্ধের সৈনিকদের মতো রেডি হয়ে বসা থাকা
via GIPHY
৪. খাতা পাওয়ার সাথে সাথেই স্কেল দিয়ে মার্জিন টানার কাজে লেগে পড়া, কারণ বাংলা পরীক্ষায় ১ সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না
via GIPHY
৫. শুরুর দিকে হাতের লিখা সুন্দর রাখার চেষ্টা করলেও সময় গড়াবার সাথে সাথে তা কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে যাওয়া
via GIPHY
৬. বাংলা পরীক্ষায় এক ঘন্টা শেষ হবার আগেই যখন কেউ এক্সট্রা পেজ চাইতো তখন বাকিদের আক্কেল গুড়ুম হয়ে যাওয়া
via GIPHY
৭. যেই উত্তরগুলা জানা নেই সেগুলার জন্য একই লাইন ঘুরিয়ে ফিরিয়ে লিখে পেজ ভরানোর চেষ্টা করা
via GIPHY
৮. বাংলা পরীক্ষার শেষের ১০ মিনিট সবার এক্সট্রা পেজ নেবার ধুম পড়ে যাওয়া
via GIPHY
৯. পরীক্ষা শেষ হবার পর হাতে আর কোনো অনুভূতি কাজ না করা
via GIPHY
১০. পরীক্ষার হল থেকে বের হয়ে কে কয় পেজ লিখল তা নিয়ে গর্ব করা