পরিবারের বড় সন্তানেরা অন্যদের থেকে আদর যেমন একটু বেশি পায়, তেমনি একই সাথে তাদের ঝামেলা এবং দায়িত্ত পালনের পাল্লাটাও অন্যদের থেকে বেশি। তাই বড় ভাই/বোন হবার যে প্যারা তা শুধুমাত্র তারাই বোঝে। আপনিও যদি বাড়ির বড় সন্তান হয়ে থাকেন, তাহলে আপনিও এই ১০টি ঘটনার সাথে রিলেট করতে পারবেন!
১. সব দায়িত্ব সবসময় আপনার ঘাড়েই এসে পড়ে, এমনকি সব দোষও
via GIPHY
২. ছোটবেলা থেকেই আপনাকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হয়েছে, কারণ ছোট ভাই-বোন আপনাকে দেখে শিখবে
via GIPHY
৩. আপনাকে নিয়ে আপনার পরিবারের আশা, আকাঙ্খাও অন্যদের থেকে বেশি
via GIPHY
৪. ছোট ভাই-বোনেরা যা ইচ্ছা করতে পারলেও আপনার উপর নজরদারি একটু বেশিই হয়ে থাকে
via GIPHY
৫. বাড়ির বড় সন্তান বলে আপনাকে বাধ্য হয়েই বিভিন্ন আত্মীয়-স্বজনদের সাথে দেখা, সাক্ষাত করতে যেতে হয়
via GIPHY
৬. আপনার পড়াশোনা/চাকরি/বিয়ে প্রতিটা পার্সোনাল ব্যাপারেই আপনার আত্মীয়দের একটু বেশিই উৎসাহ থাকে
via GIPHY
৭. পরিবারের দায়িত্ব সামলাতে সামলাতে নিজের শখ, ইচ্ছা পূরণের সময় আপনার কখনোই হয়ে উঠে না
via GIPHY
৮. এমনকি প্রেম ঘটিত ব্যাপারগুলোতেও বাড়ির বড় সন্তান হবার কারণে নানা ঝামেলা পোহাতে হয়
via GIPHY
৯. আপনি সবসমই চান আপনার ছোট ভাই-বোন যেন বিপথে না চলে যায়, তাই একটু শাসনও বেশি করেন
via GIPHY
১০. আপনার বন্ধুরা নিশ্চিন্তে আনন্দ ফুর্তি করতে পারলেও, আপনাকে বড় সন্তান হবার কারণে একটু আগেই দ্বায়িত্তশীল হয়ে যেতে হয়