কিছু ব্যাপারে আমাদের সবারই কমবেশি OCD আছে। কারণ না চাইলেও, এই জিনিসগুলো তারা ভুলে থাকতে পারেন না। নিজেদের মতো না হওয়া পর্যন্ত তা মাথার ভিতর ঘুরতেই থাকে। আপনারও যদি একই অবস্থা হয়, তবে এই ৭টি ব্যাপারের সাথে আপনিও রিলেট করতে পারবেন।
১. নতুন কারো বাসায় গেলে তাদের এলোমেলো ঘর দেখে অস্বস্তিবোধ করতে থাকা
via GIPHY
২. টেবিল/বুকশেল্ফ/খাট যেখানেই হোক, জিনিসপত্র একটু আঁকাবাঁকা হয়ে থাকলে মনে খচখচ করতে থাকা
via GIPHY
৩. কারো সাথে গুরুত্বপূর্ণ কথোপকথনের মাঝে বাঁকা হয়ে থাকা ঘড়ি, লাইট, ফ্যান সব চোখে পড়তে থাকা
via GIPHY
৪. আপনার সাজানো গুছানো সবকিছু যেমন আছে তেমন রাখতে চাওয়া, কেউ একটু ধরলেই মেজাজ খারাপ হওয়া
via GIPHY
৫. লুকিয়ে লুকিয়ে অন্যদের জিনিসপত্রও ঘুছিয়ে দেয়ার চেষ্টা করা
via GIPHY
৬. সবকিছু নিজের প্ল্যান মতোই করতে চাওয়া
via GIPHY
৭. নিজের পছন্দের জিনিসগুলো সবসময় নিজের দখলেই রাখতে চাওয়া