মুখের উপর সত্য বলাটা ভালো একটা গুন, কিন্তু আমাদের সমাজে এমন লোকদের কেউ খুব একটা পছন্দ করে না। কারণ অনেকের সম্পর্কে অনেক অপ্রিয় সত্য কথা এরা সামনাসামনি বলে ফেলে। আপনিও যদি এই দলের লোক হন তাহলে প্রতিনিয়ত নিচের ব্যাপারগুলো আপনার সাথে ঘটছেই।
১. আপনার একদম কাছের বন্ধু কেউ নেই বললেই চলে, আর থাকলেও দুই একজন
via GIPHY
২. বড়দের অনেকের কাছে আপনি বেয়াদব হিসেবে পরিচিত
via GIPHY
৩. অনেকে আপনাকে এড়িয়ে চলতে পারলেই বাঁচে
via GIPHY
৪. অনেক সময় না চাইতেও অনেকের মনে কষ্ট দিয়ে দেন
via GIPHY
৫. নিজেকে অনেক চেষ্টা করেন কন্ট্রোল করার, কিন্তু কথাবার্তায় লাগাম লাগাতেই পারেন না
via GIPHY
৬. এমনকি আপনার সঙ্গীও আপনার এই স্বভাবের জন্য অনেক কথা শুনিয়েছে
via GIPHY
৭. ফেসবুকে অনেক ভালো বন্ধুও আপনাকে আনফ্রেন্ড করে দিয়েছে
via GIPHY
৮. কাছের মানুষদের খুশি করার জন্য হলেও আপনি মিথ্যা বলেন না বা কোন কিছুতে রাজি হন না, আর এজন্য স্বার্থপর নামক ট্যাগও খেতে হয়েছে