জনপ্রিয় FRIENDS টিভি সিরিজটি জীবনে একবার হলেও দেখেনি বা নাম শুনেনি এমন মানুষ খুবই কম আছে। এবং যারা FRIENDS এর ভক্ত তারা নিজেদের বন্ধুমহল কেন FRIENDS এর মতো না, তা নিয়েও সবসময়ই আফসোস করে। আবার অনেকেই ভাবে বাংলাদেশে FRIENDS সিরিজটি বানানো হলে কেমন হতো? তবে দুঃখের হলেও সত্যি যে, এই সিরিজটি কখনোই আমাদের প্রেক্ষাপটে বানানো সম্ভব না! কেন? তা জেনে নিন এই ৭টি পয়েন্ট থেকে-
১. ছেলে-মেয়ে বন্ধুরা একসাথে একই বাসায় থাকা।
ভাই আমাদের দেশেতো ছেলেরা মেয়েরা একই খাবার টেবিলেও বসে না!
via GIPHY
২. Rachel ওয়েট্রেস হলেও তার বন্ধুরা তাকে কখনো ছোট করে দেখেনি।
আমি তো বন্ধুদের সাথে দামি কফি শপে গিয়ে আড্ডা না দিতে পারলেই ওরা আমাকে ত্যাজ্য করে দেয়, আর ওয়েট্রেস?
via GIPHY
৩. Ross এর কমপ্লিকেটেড রিলেশন-ডিভোর্স-বিয়ে এবং আবার ডিভোর্স!
আমাদের দেশে ভাই কমপ্লিকেটেড বলে কিছু নাই, হয় বিয়ে নইলে ঐটা পরকীয়া!
via GIPHY
৪. Phoebe এর বিয়ের আগেই Surrogate Mother হওয়া, তাও আবার নিজের ভাইয়ের সন্তানের জন্য? থাক এটা নিয়ে আর না বলি!
via GIPHY
৫. Monica-র প্রফেশন হিসেবে শেফ হওয়া।
বাংলাদেশি বাবা মা: মেয়ে মানুষ ডাক্তার না হয়ে বাবুর্চি হবে? তো বাবুর্চি হবার কি আছে? ওটা তো মেয়েদের এম্নেও শিখতেই হয়, নইলে ভালো বিয়ে কিভাবে হবে?
via GIPHY
৬. Joey এর খাবার শেয়ার না করা।
আমাদের এইখানে তো “ভাই আপনি আগে নেন। না না ভাই প্লিজ আপনি আগে নেন” এইসব না করলে বলবে- বাসা থেকে ভ্রদ্রতা শিখায় নাই?!
via GIPHY
৭. Phoebe এর অদ্ভুত অদ্ভুত সব গান।
বাংলাদেশে এমন গান রেস্টুরেন্টে গাইলে মানুষ ভিডিও করে নিশ্চিত ফেসবুকে ভাইরাল করে দিবে!