ফেসবুক ব্যবহার করে কিন্তু কোন গ্রুপের ইনভাইটেশন পায়নি এমন মানুষ সম্ভবত নেই। ফেসবুকে অনেক রকম গ্রুপের মধ্যে যেই ধরনের গ্রুপের ইনভাইটেশন সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা নিয়ে আজকের তালিকা।
১. যেকোনো বন্ধু অথবা পরিচিত, এমনকি অপরিচিত মানুষেরও অনলাইন ব্যবসাজনিত গ্রুপের ইনভাইটেশন
via GIPHY
২. নানারকম রান্না-বান্নার গ্রুপের ইনভাইটেশন যেখানে সবাই প্রায় মাস্টারশেফ
via GIPHY
৩. মেয়েদের তো বিভিন্ন গার্লস গ্রুপের ইনভাইট প্রায় প্রতিদিনই পেতে হয়! এছাড়া বিভিন্ন মেকআপ আর্টিস্ট আর ব্লগারদের নিজস্ব গ্রুপ তো আছেই
via GIPHY
৪. নানারকম হেল্প সিকিং গ্রুপ যেখানে অনেক উদ্ভট প্রশ্নের পাশাপাশি এমন সব প্রশ্ন দেখতে পাওয়া যায় যার উত্তর গুগল করলেই পাওয়া সম্ভব।
via GIPHY
৫. বিভিন্ন আর্ট গ্রুপ যেখানে নিজের আর্ট এর পাশাপাশি অনেকরকম এস্থেটিক ছবিও শেয়ার করা হয়
via GIPHY
৬. ফটোগ্রাফি বিষয়ক গ্রুপ যেখানে অনেক ফটোগ্রাফাররাই নিজেদের তোলা সুন্দর সুন্দর ছবি পোস্ট করে
via GIPHY
৭. ট্রাভেল গ্রুপ যেখানে নানারকম ঘোরাঘুরির জায়গার ব্যাপারে ব্যাপক তথ্য পাওয়া যায়
via GIPHY
৮. মিম গ্রুপ আর ফানি শিটপোস্ট গ্রুপ যেখানে কিছু লেইম জিনিসের পাশাপাশি বেশ মজার মজার পোস্টও দেখা যায়।
via GIPHY
৯. রেস্টুরেন্টের রিভিউ দেয়া নিয়ে বিভিন্ন গ্রুপ যেখানে খাবার-দাবারের দাম আর স্বাদ নিয়ে বিশাল বিশাল পোস্ট দেখা যায়
via GIPHY
১০. বিভিন্ন ডেটিং গ্রুপ যেখানে নিজের জন্য অথবা অনেক সময় বন্ধুদের জন্য কাউকে খুঁজেও পেতে পারেন