in

বিয়ের প্ল্যানিং চলছে? এক্ষুনি দেখুন নিউলি ম্যারিড কাপলদের জন্যে ৬টি স্টাইলিশ বেডরুম এসেনশিয়ালস

যারা বেশিদিন হয়নি বিয়ে করেছেন বা সামনেই বিয়ে করার প্ল্যান করে বসে আছেন ,তাদের বাসার অন্যান্য রুম সাজানোর নিয়ে যতটা না চিন্তা করতে হয় তার থেকে অনেকগুন বেশি ভাবতে হয় বেডরুম নিয়ে। অনেকে এখন কম-বেশি সব রুমেই একটু আধুনিক লুক আনতে চায়, বেডরুমের ক্ষেত্রেও তাই। একগাদা অপ্রয়োজনীয় ফার্নিচার না কিনে প্রয়োজনীয় জিনিস দিয়ে বেডরুমকে মিনিমালিস্ট লুক দেওয়াটাই এখন অনেক বেশি ট্রেন্ডি। তাই আজকের এই লিস্টে থাকছে নিউলি ম্যারিড কাপলদের জন্যে এমনই কিছু বেডরুম এসেনশিয়ালস

১. বেড: বেডরুমের লুক অনেকাংশেই আপনার পার্সোনাল স্টাইলকে রিফ্লেক্ট করে। তাই বেডরুমে আপনার সিলেক্ট করা ফার্নিচারের ডিজাইনে সমন্বয় থাকাটা ততটাই গুরত্বপূর্ন , যতটা আপনি বেডরুমের ফার্স্ট ইম্প্রেশনের ক্ষেত্রে দেখতে চান।

বেডরুমকে পরিপাটি লুক দেওয়ার জন্যে সবার আগে দরকার একটি সুন্দর, সিম্পল ডিজাইনের বেড। যা পুরো রুমের অন্যান্য ফার্নিচারকেও দারুণভাবে কমপ্লিমেন্ট করবে। বেডরুমের ওভারঅল লুক কিন্তু অনেকাংশে বেড এর ডিজাইনের উপরই ডিপেন্ড করে। Rosewall Black Queen Bed টি কিনতে ক্লিক করুন এখানে


Check Out the Rest of the Furniture of This Image For Your Bedroom

Rosewall Black Dressing Table
Rosewall Black Chest of Drawers
Rosewall Black Seater
Rosewall Black Bed Side Table

 

২. ওয়ারড্রোব: কাপড় এবং প্রয়োজনীয় এক্সেসরিজ গুছিয়ে রাখার জন্য বেডরুমে একটা ছিমছাম ওয়ার্ডরোব থাকা চাই। বিশেষ করে সদ্য বিবাহিত কাপলের জন্য কেনা বা গিফট পাওয়া এত্ত এত্ত জামাকাপড়, গহনা গুছিয়ে না রাখলে জামা কাপড়ের মত বিয়ের সুন্দরতম স্মৃতিতেও ভাঁজ পড়ে যেতে পারে।

তবে ওয়ার্ডরোব কেনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন সেটি টেকসই আর স্টাইলিশ দুই-ই হয়। এছাড়া ওয়ার্ডরোবের ভিতর যথেষ্ট জায়গা থাকাও জরুরি। আধুনিক এবং সলিড লুকিং ওয়ার্ডরোব আপনার রুমকে একটা মডার্ন ভাইব দেওয়ার জন্য যথেষ্ট। Boppard Wardrobe টি কিনতে ক্লিক করুন এখানে


Check Out the Rest of the Furniture of This Image For Your Bedroom


 

৩. ড্রেসিং টেবিল: নতুন বৌ এর জন্য নতুন ড্রেসিং টেবিলকে শুধু মাস্ট হ্যাভ বললেও কম বলা হবে। শুধু বিয়ে পরবর্তী কয়েকদিনের
সাজসজ্জার জন্যই না, সামনের কয়েক বছরের কথা চিন্তা করেই বেডরুমের পুরোনো ড্রেসিং টেবিলকে রিপ্লেস করে ফেলুন।

নতুন ড্রেসিং টেবিলের ক্ষেত্রেও সিম্পল ডিজাইনের সাথে যাওয়া উচিত। রুমের অন্যান্য ফার্নিচারের লুকের সাথে মিস-ম্যাচ যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। মিররের সাইজ, কসমেটিক্স বা এক্সেসরিজ রাখার জন্য প্রয়োজনীয় স্পেস আছে কি না সেসব বিবেচনা করে কিনে ফেলুন আপনার নতুন ড্রেসিং টেবিল। Vesterbro Dressing Table টি কিনতে ক্লিক করুন এখানে


Check Out the Rest of the Furniture of This Image For Your Bedroom

Vesterbro Grey Single Bed
Vesterbro Bed Side Table Dark

 

৪. ড্রেসিং টেবিল চেয়ার/সিটার: বেডরুমে রাখা ড্রেসিং টেবিলে সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজগোজ করা যায় না, আপনিও করতে পারবেন না। তাই ড্রেসিং টেবিল জন্য পারফেক্ট কমপ্লিমেন্টারি প্রোডাক্ট হিসেবে আপনার চাই একটা মানানসই ড্রেসিং চেয়ার অথবা সিটার।

এখন ড্রেসিং টেবিল চেয়ার/সিটার কেনার এই কাজ টা আপনাকে ড্রেসিং টেবিলের ডিজাইন বা হার্ডওয়ারের সাথে মিল রেখেই করতে হবে। নইলে কিন্তু এর উপস্থিতি বেডরুমে বেমানান লাগবে। ড্রেসিং টেবিলের সাথে ম্যাচিং চেয়ার বা সিটার কম বেশি এভেইলেবল থাকেই। তাই পাবেন কি পাবেন না, সে চিন্তা করতে না। Boppard Light Seater টি কিনতে ক্লিক করুন এখানে


Check Out the Rest of the Furniture of This Image For Your Bedroom

Boppard Light Queen Bed
Boppard Light Bed Side Table
Boppard Light Standing Mirror
Boppard Light Dressing Table

 

৫. চেস্ট অব ড্রয়ার: বেডরুমে বেড, ওয়ার্ডরোব এবং ড্রেসিং টেবিল রাখার পর জায়গা থাকলে সেখানে একটি চেস্ট অব ড্রয়ার রাখা যেতে পারে। আপনার যেসব প্রয়োজনীয় ক্লথিং বা এক্সেসরিজ এর জন্য ইজি এক্সেস দরকার সেগুলো গুছিয়ে রাখার জন্য চেস্ট অব ড্রয়ারের জুড়ি নেই।

চেস্ট অব ড্রয়ারের কালার বা থিম যদি বেডরুমের অন্য ফার্নিচারের সাথে সিমিলার বা ক্লোজ-টু-সিমিলার রাখতে পারেন তাহলে আরো ভালো। Ratargul Chest of Drawers টি কিনতে ক্লিক করুন এখানে


Check Out the Rest of the Furniture of This Image For Your Bedroom

Ratargul Black Queen Bed
Ratargul Black Wardrobe
Ratargul Chest of Drawers
Ratargul Black Bed Side Table

 

৬. বেড সাইড টেবিল: বেডরুমে আপনার সবথেকে গুরুত্বপূর্ন জিনিসগুলো রাখার জন্য যে ফার্নিচারটি মাস্ট তা হলো বেডসাইড টেবিল। আপনার ফোন থেকে শুরু করে ঘড়ি, চশমা বা মেডিসিন- যাই হোক না কেন , সেগুলো হাতের কাছে রাখতে এবং প্রয়োজনে খুঁজে পেতে বেডসাইড টেবিলই সবথেকে বেশি কাজে আসবে।

বেডসাইড টেবিল সাইজে খুব বেশি বড় হয় না। তবুও কেনার আগে আপনার প্রয়োজন অনুযায়ী সারফেস স্পেস বা ড্রয়ারের সংখ্যা দেখেই সিলেক্ট করুন। Sonargaon Natural Bed Side Table টি কিনতে ক্লিক করুন এখানে


Check Out the Rest of the Furniture of This Image For Your Bedroom

Sonargaon Natural Queen Bed
Sonargaon Natural Side Table

What do you think?

Leave a Reply

Quiz: নিজের মনের মতো বেডরুম সাজিয়ে জেনে নিন কোন ফার্নিচারটি আপনি

Quiz: ৬টি উত্তর দিন আর আমরা অনুমান করবো আপনার ফোনের কোন ব্যাপারটি আপনাকে প্যারা দেয়