বছর ঘুরে inktober আসে আর যায়, আর্টিস্টদের অবস্থা একই থেকে যায়। এ বছরও inktober শেষ হয়ে নতুন মাস চলে এলো। শুরুতে আর্টিস্ট, নন আর্টিস্ট, ওয়ানাবি আর্টিস্ট সবার মাঝে তুমুল উত্তেজনা দেখা গেলেও মাস শেষে আর কারোই আর্টওয়ার্ক চোখে পড়ে না। তাই inktober এর পুরোটা সময় জুড়ে যে ঘটনাগুলো আপনার আমার সবার সাথেই ঘটে, তা জেনে নিন এই তালিকা থেকে–
১. inktober এর শুরুর দিকে সবাই inktober নিয়ে দারুন মাতামাতি করে
via GIPHY
২. ফেসবুকে সবাই inktober এর prompt lists শেয়ার করে, inktober কি এবং rules কি তা নিয়েও অনেকে রচনা লিখে
via GIPHY
৩. এর মাঝে একদল মানুষ inktober এর আসল কারণ না জেনেই বিভিন্ন মাধ্যমের আর্ট #inktober লিখে শেয়ার করে
via GIPHY
৪. যারা কখনো আঁকাআঁকি করেনি তারাও এই সুযোগে নিজের আর্টিস্টিক প্রতিভা বের করে আনার চেষ্টা করে
via GIPHY
৫. অক্টোবরের প্রথম সপ্তাহ সবার টাইমলাইনে স্টোরি, হোম পেজ জুড়ে শুধুই #inktober আর #inktober আর্ট দেখা যায়
via GIPHY
৬. ঝামেলা শুরু হয় দ্বিতীয় সপ্তাহ থেকে, ধুপ করে সোশ্যাল মিডিয়ায় inktober আর্ট চোখে পড়া ৫০% এরও বেশি কমে যায়
via GIPHY
৭. এবং মাসের যতই না দিন গড়িয়ে নভেম্বরের দিক যেতে থাকে ততই inktober হারিয়ে যেতে থাকে
via GIPHY
৮. অনেক আর্টিস্ট প্রতিদিনের আর্ট প্রতিদিন না দিয়ে, একদিনেই সব পোস্ট করা শুরু করে দেয়
via GIPHY
৯. অবশেষে আরো একটি inktober শেষ হয়, যা শুরু করলেও অন্যান্য বছরের মতোই শেষ আর হয় না। বছর ঘুরে নতুন inktober আসে আর যায়, ঘটনা একই রয়ে যায়
via GIPHY
১০. তবে একই word থেকে সবার ভিন্ন ভিন্ন আর্ট দেখতে খারাপ না বরং ভালোই লাগে