অনলাইনে টুকটাক শপিং কমবেশি অনেকেই করে। কিন্তু কিছু মানুষ আছে যারা প্রায় প্রতিদিনই অথবা কয়েকদিন পরপরই কিছু না কিছু অনলাইনে অর্ডার করতেই থাকে। সেসব মানুষেরা আজকের লিস্টের সাথে অবশ্যই রিলেট করতে পারবে।
১. ইন্টারনেটে ঢুকলেই চোখের সামনে বিভিন্ন শপিং করার আইটেম চলে আসে এবং নিজেকে আর শপিং করা থেকে কন্ট্রোল করা যায় না
via GIPHY
২. অনলাইনে শপিং করতে করতে প্রায়ই Broke হয়ে যাওয়া লাগে
via GIPHY
৩. অনলাইন শপিং এর অভ্যাস হয়ে যাওয়ার পর, আর দোকানে ঘুরে ঘুরে কিছু কিনতে ইচ্ছা করে না
via GIPHY
৪. অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট এর রিভিউ দেখতে দেখতে কত সময় পার হয়ে যায়, তার হিসাব থাকে না
via GIPHY
৫. রেগুলার বেসিসে যখন বাসায়/অফিসে কোনো-না-কোনো ডেলিভারি আসতেই থাকে, তখন ফ্যামিলি মেম্বার অফিস কলিগদের সামনেও কেমন ইতস্তত লাগে
via GIPHY
৬. অনেক সময় রাতের ঘুম বাদ দিয়েও অনলাইনে বসে বসে বিভিন্ন জিনিসের অর্ডার দেয়া হয়
via GIPHY
৭. যখন হাতে টাকা থাকে না তখনও বিভিন্ন অনলাইন শপগুলো stalk করে নানারকম প্রোডাক্ট দেখা চলতেই থাকে