২০ থেকে ৩০ অদ্ভুত একটা সময়, এ সময় বাড়ে স্বাধীনতা কিন্তু একই সাথে বাড়ে দায়িত্ব। বন্ধু, আড্ডা এসব থেকে জীবন ধীরে ধীরে কাজ, পরিবার এসবের দিকে ঝুঁকতে থাকে। একধরনের মানসিক রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে যেতে হয় এ বয়সের সবাইকে। মোটামুটি বাকি জীবন কেমন চলবে সেটাও অনেকটা নির্ভর করে এই সময়ের কাজের উপরই। তাই নতুন সবকিছুর সাথে যুদ্ধ করতে করতে এক ধরনের ক্লান্তি চলে আসে জীবনে।
১. ক্যারিয়ারের প্ল্যান নিয়ে পুরোপুরি কনফিউজ থাকতে হয়
via GIPHY
২. বাসা এবং আত্নীয়স্বজন থেকে আসা ক্রমাগত “জীবনে সেটেল হওয়ার চাপ” (পড়ুন বিয়ের চাপ) আসতে থাকে
via GIPHY
৩. জীবন থেকে ধীরে ধীরে বন্ধুর সংখ্যা কমতে থাকে
via GIPHY
৪. প্রেম>বিচ্ছেদ>প্রেম এরকম একটা চক্রের মধ্যে জীবন ঘুরপাক খেতে থাকে
via GIPHY
৫. একা থাকতেও ভয় লাগে, আবার মনের মতো সঙ্গী খুঁজে পাওয়াটাও একরকমের যুদ্ধ মনে হতে থাকে
via GIPHY
৬. অন্যসব কিছু নিয়ে ভাবতে ভাবতে নিজের জন্যে সময় দেয়া হয়ে উঠে না
via GIPHY
৭. আশপাশের সবার ছুটে চলা দেখে, নিজের ভবিষ্যৎ নিয়ে প্রতিদিন ভয় দ্বিগুন হতে থাকে
via GIPHY
৮. বাবা-মায়ের কাছ থেকে অজানা এক কারণে একটু একটু করে দূরত্ব বাড়তে থাকে