আমাদের অনেকেরই জীবনের বিরাট একটি স্ট্রাগল হচ্ছে ফোনের লো ব্যাটারি, ফোনের এই দুরবস্থার জন্য সারাক্ষন কানের কাছে “এবার একটা নতুন ফোন নে” বন্ধুদের প্যান প্যান তো আছেই, সারাক্ষন ফোন চার্জে দিয়ে রাখতে রাখতে আপনারও মাঝে মাঝে মনে হয় আপনি আসলে ল্যান্ডফোন চালান বোধ হয়। যাদের ফোনের ব্যাটারি লো থাকে তারাই বুঝবেন কেবল আজকের বিষয়গুলো।
১. ফোনের চার্জ নিয়ে প্যারা খাওয়ার ভয়ে ঘুরতেই যান না
via GIPHY
২. খুব জরুরি দরকারের সময় ফোন বন্ধ হয়ে যায়
via GIPHY
৩. প্রেমিকার সাথে তুমুল ঝগড়ার সময়ও ফোন বন্ধ হয়ে যায়
via GIPHY
৪. অধিকাংশ সময়েই বন্ধুরা আপনাকে ফোন দিয়ে পায় না
via GIPHY
৫. সারাক্ষনই মোবাইল চার্জে লাগিয়ে রাখতে হয়
via GIPHY
৬. রাস্তাঘাটে বের হলে আপনি আতংকে থাকেন কখন চার্জ শেষ হয়ে যাবে এই ভয়ে
via GIPHY
৭. দুই তিন ঘন্টা চার্জ দিয়ে মাত্র আধাঘন্টা ব্যবহারের পরই ফোনের চার্জ অর্ধেক হয়ে যায়
via GIPHY
৮. “নতুন একটা ফোন নিচ্ছিস না কেন” এইটা আপনি সবার কাছ থেকে শুনতে শুনতে ত্যক্ত