বন্ধুদের সাথে ট্যুরে যেতে আমাদের আগ্রহের কোনো কমতি থাকে না। কিন্তু বাবা-মা তাদের সাথে কোথাও বেড়াতে যেতে বললে আমরা আর যেতে চাই না। অথচ বাবা-মায়ের সাথে কিন্তু আমাদের একটা হলেও গ্র্যান্ড ট্যুর দেওয়া উচিত। কেন? চলুন তা জেনে নেয়া যাক!
১. ট্র্যাভেলিং এখন অনেক সহজ। তাই বয়স্ক বাবা-মাকে নিয়েও ট্যুর দেওয়া এখন আর অসম্ভব বা কঠিন কিছু নয়
via GIPHY
২. সারাবছর ব্যস্ততার কারণে উনারা নিজেদেরকে নিয়ে ভাবার সময়ই পান না, তাই এরকম ট্যুরের ব্যবস্থা করার দায়িত্ব আমাদেরই
via GIPHY
৩. সুযোগ বা সামর্থ্য না থাকায় তারা যেসব জায়গায় বেড়াতে যেতে পারেননি, সেখানে তাদের নিয়ে গিয়ে তাদের শখ পূরণ করা উচিত
via GIPHY
৪. বাবা-মায়ের সাথে ট্যুরে গেলে তাদের অনেক না বলা গল্প জানা যায়
via GIPHY
৫. ফ্যামিলি ট্যুরের সুন্দর অভিজ্ঞতাটি জীবনে সুন্দর একটি স্মৃতি হয়ে থাকে
via GIPHY
৬. সবচেয়ে বড় কথা হলো সারাজীবন যারা আমাদের পেছনে ব্যয় করেছেন, তারা আমাদের সাথে, আমাদের পক্ষ থেকে এরকম রিক্রিয়েশন ডিজার্ভ করেন