আমাদের ফোন চালানো নিয়ে আব্বু-আম্মুর অভিযোগের কোন শেষ নেই। ফোন ইউজ করার জন্য কি কি ক্ষতি হচ্ছে সেই লিস্ট বানিয়েই উনারা তৈরী থাকেন। কিন্তু এর মাঝেও কিছু কিছু সিচুয়েশনে উনারা এই ব্যাপারে কমপ্লেইন করেন না। চলুন জেনে নেওয়া যাক, সেই সিচুয়েশন গুলো কি কি-
১. অনলাইনে কেনাকাটার সময় ফোনে ঘাটাঘাটি করে ভালো ডিল বা ডিসকাউন্ট বের করে দেওয়ার সময়
via GIPHY
২. আত্মীয়-স্বজন মোবাইলের কোনো ফিচার আমাদের কাছে বুঝতে চাইলে সেটা ঠিকমত বুঝিয়ে দিলে
via GIPHY
৩. বাসায় বেড়াতে আসা গেস্টের বাচ্চাকে গেম খেলার জন্য স্মার্টফোনটা কোনো আপত্তি ছাড়াই দিয়ে দিলে
via GIPHY
৪. টিকিট কেনা, ব্যাংকিং কিংবা কোথাও বিল পে করার মতো কাজগুলো যখন বাসা থেকে সহজেই করে দেই
via GIPHY
৫. আগের দিন মিস হয়ে যাওয়া কোনো নাটক বা সিরিয়ালের এপিসোড যখন সফলভাবে খুঁজে দিতে পারি
via GIPHY
৬. যখন ফোনে ইমো নামিয়ে বিদেশে থাকা রিলেটিভের সাথে কথা বলার জন্য ব্যবস্থা করে দেই
via GIPHY
৭. স্মার্টফোনের বদৌলতে আশ্চর্য কোনো এক্সক্লুসিভ তথ্য যখন সবার আগে উনারা আমাদের কাছ থেকে জানতে পারেন