শীতকে বিদায় জানিয়ে বসন্তের প্রথম দিন একটু এস্থেটিকভাবে পালনের জন্য আমরা বেরিয়ে যাই হলুদ পাঞ্জাবি বা শাড়ি পরে, কিন্তু ঢাকা শহরের জ্যাম আর ধুলা আমাদের সেই এস্থেটিকতার উপর একদম পানি ঢেলে দিয়ে পুরোটা দিনই বলতে গেলে মাটি করে দেয়। যারা মিঙ্গেল তাদের এসব জানার পরেও বাইরে বের হওয়াটা এড়ানোর তেমন একটা উপায় থাকে না, কারণ বের না হলে তো পার্টনার আবার রাগ করবে। সিঙ্গেলদের অবশ্য এসব প্যারা নেই, তারপরেও ফেসবুকে অন্যদের ছবি দেখে যেসব সিঙ্গেল হা-হুতাশ করেন, তারা জেনে রাখুন পহেলা ফাল্গুনে সিঙ্গেল থাকলে কোন কোন সুবিধাগুলো আপনার জন্য একদম ফ্রি!
১. একদম প্রথম কথায় বাইরে যেতে হবে না তাই, টাকা বেঁচে যাবে
via GIPHY
২. পছন্দ না হলেও বাবুর সাথে ম্যাচিং করে হলুদ কিছু একটা পরতে হতো, সেই ঝামেলা থেকে বেঁচে যাবেন
via GIPHY
৩. ঢাকা শহরের জ্যাম এমন বিশেষ দিনগুলোতে তার নিজস্ব রং আর ঐতিহ্য নিয়ে পুরোদমে আসর জমায়, তাই এমন আসর থেকে বেঁচে যাবেন
via GIPHY
৪. বাসা থেকে এক্সট্রা ক্লাসের কথা বলে মিথ্যা বলার মতো পাপ থেকে বেঁচে যাবেন
via GIPHY
৫. উদযাপন করতে দেখে পাশের বাসার আন্টিরা আপনাকে নিয়ে গসিপ করার কোন টপিক পাবে না
via GIPHY
৬. দিন শেষে বন্ধুদের পকেট খালি হওয়ার হতাশার গল্প শুনতে শুনতে আপনি নিজের পকেটের টাকা দেখে গোপন হাসি দিবেন
via GIPHY
৭. বাসায় সারাটা দিন আরামসে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবেন
via GIPHY
৮. এদিন সারাদিন বাসায় থেকে বাবা-মায়ের চোখে একদম আদর্শ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন