ছোটবেলায় কারো না কারো মুখে অন্তত একবার হলেও আপনাকে শুনতে হয়েছে যে আপনাকে কুড়িয়ে পাওয়া হয়েছিল। এই কথা শুনে ছোটবেলায় কষ্ট এবং বড় হয়ে মজা পেলেও দিন যত যাবে আপনি ততই বুঝতে পারবেন যে কথাটা সত্য। আর যদি এই ৭টি ঘটনা আপনার সাথে ঘটে তাহলে তো কথাই নেই!
১. যখন বাসার লোকজন পড়াশোনা, ক্যারিয়ার কিংবা বিয়ে কোনো কিছুতেই আপনার মতের প্রাধান্য দেয় না
via GIPHY
২. যখন আত্মীয়-স্বজন বা কাজিন বেড়াতে আসলে তার সাথে আপনার রুম শেয়ার করতে আপনাকে বাধ্য করে
via GIPHY
৩. গরমকালে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠানোর জন্য যখন ফ্যান বন্ধ করে দিয়ে যায়
via GIPHY
৪. টিভিতে তাদের পছন্দের সিরিয়ালের জন্য আপনার প্রিয় দলের ফুটবল বা ক্রিকেট ম্যাচ দেখা কম্প্রোমাইজ করতে হয়
via GIPHY
৫. কোনো আত্মীয়স্বজন ফোন করলে যখন তাদের সাথে আপনার পার্সোনাল লাইফের আপডেট শেয়ার করতে বাধ্য করা হয়
via GIPHY
৬. আপনি পছন্দ করেন না জেনেও যখন দিনের পর দিন বাসায় মুলা, পটল বা লাউ এর তরকারি রান্না করা হয়
via GIPHY
৭. আপনি করতে ভালোবাসেন এমন কোনো কাজ বাসার লোকজন সহ্য করতে পারে না, যেমন- ইচ্ছামতো ফোন ইউজ করা