in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

পহেলা বৈশাখে পান্তা-ইলিশপ্রেমীদের প্রতি ইলিশের একটি খোলা চিঠি

প্রিয় পান্তা-ইলিশপ্রেমীগণ,

আমি এক দুর্ভাগা ইলিশ বলছি, এমনিতে আমাকে মাছের রাজা বলা হলেও, আপাতত কয়েকদিনের জন্য আমার এই রাজ্য ছেড়ে পালানো ছাড়া উপায় নেই। কারণ আপনারা কোন এক অদ্ভুত কারণে এই দিন এলেই নিজেকে ১০০% বাঙালি সংস্কৃতিমনা প্রমান করার জন্য আমাকে তেলের মধ্যে ডুবিয়ে একদম কড়কড়া করে ভেজে ছবি তুলে ফেসবুকে পোস্ট করবেন এবং পরক্ষনেই পানি ভর্তি পান্তার সাথে মিক্স করে গপগপ করে গিলে খাবেন। কিন্তু আপনাদের এই কার্যকলাপের পেছনে ঠিক কোন সাইন্সটি কাজ করে তা আজও আমার অজানা।

via GIPHY

আপনি মনে করেন এসময় আমাকে খাওয়াটা নাকি বাংলাদেশিদের ঐতিহ্য! কিন্তু ভাই কোথায় লেখা আছে এই কথাটা আমাকে একটু দেখান তো দেখি।

via GIPHY

অথচ বছরের এই বিশেষ সময়টায় আমি যখনই সমুদ্র ছেড়ে নদীতে একটু চিল করতে আসি, ঠিক তখনই খপ করে এসে ধরে নিয়ে গিয়ে আমাকে খেয়ে ফেলেন। কিয়েক্টাবস্থা!

via GIPHY

তাই নিজেকে বাঙালি প্রমান করার এমন ভাওতাবাজি আর আমাকে ভাজি করা ছেড়ে, এসময়টা আমাকে আমার পরিবার নিয়ে একটু সুখে শান্তিতে নদীতে থাকতে দেন, নাহলে আমাকে যেভাবে খেয়ে বিলুপ্ত করা শুরু করেছেন, তাতে দুই দিন পর আমাকে আর খুঁজেই পাবেন না!

via GIPHY

যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মনে কোন কষ্ট নিয়েন না, এখন থেকে অসময়ে আমাকে জ্বালাতন না করে, যা করার তা সময়মতো করুন। তাহলে স্বাদটাও পাবেন এবং কমদামেও আমাকে খুঁজে পাবেন। আর নইলে আপনাদের জাতীয় মাছ এবং ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশি পণ্যটিকে দুইদিন পর আপনার দেশের জাদুঘরেই দেখতে হবে!

via GIPHY

ইতি
আপনাদের ইলিশ!

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

পহেলা বৈশাখ এলেই যে কাজগুলো বাংলাদেশিদের কাছে নৈতিক দায়িত্ব বলে মনে হয়

রমজান মাসে আমাদের আশেপাশে যে ৮ ধরনের রোজাদারের দেখা মেলে