in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

ইফতারির আগে ও পরে আমাদের যেসব কথা এবং কাজের মধ্যে মিল পাওয়া যায় না

ইফতারিতে কোন ধরনের খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু ইফতারি শুরু করার পর আমাদের কথা আর কাজের মধ্যে মিল থাকে না। সেই যা ছিল তা-ই থাকে, আজকের লিস্টে থাকছে তেমন কিছু কাজের নমুনা!

১. ইফতারের আগে শরবত বা পানি খুব বেশি পান না করার প্ল্যান থাকলেও শেষ পর্যন্ত শুধু পানি খেয়েই পেট ভরে যায়

via GIPHY

 

২. ভাজা – পোড়া খাবার কম কম খাওয়ার যে চিন্তা, তা একবার ইফতার করা শুরু করলে আর মাথায় থাকে না

via GIPHY

 

৩. বেশি বেশি ফলমূল খেয়ে প্রতিদিন ইফতারি করার কথা আমাদের অন্যসব খেয়ে পেট ভরিয়ে ফেলার পরেই মনে পড়ে

via GIPHY

 

৪. পরিমিত খাবার খেয়ে ইফতারি করার নিয়ত থাকলেও দেখা যায় ভরপুর ইফতারির পর ডিনার করার ইচ্ছাই চলে গেছে

via GIPHY

 

৫. ধীরে সুস্থে ইফতারি করার নিয়ম থাকলেও অনেকেই একদম তাড়াহুড়া শুরু করে দেই যেন খেতে দেরি হলে অন্যকেউ ভাগ বসাবে

via GIPHY

 

৬. ইফতারির সময় বাইরের অস্বাস্থ্যকর খাবার “আর খাব না/ খাওয়া উচিত না” বলতে বলতে প্রতিদিনই খেয়ে বসে থাকি

via GIPHY

 

৭. এবং অবশেষে প্রতি ইফতারির পর একই আফসোস নিয়ে পরবর্তী ইফতার পর্যন্ত অপেক্ষা করি

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: জেনে নিন হাসানের গাওয়া কোন গানটি আপনার এখনই শোনা উচিত

যে ৭টি লক্ষণ প্রমাণ করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের Rachel Green