in

মাইরালামাইরালা

আসন্ন বর্ষাকে মাথায় রেখে মিরপুরে খোলা হলো স্কুবা ডাইভিংয়ের স্কুল

বৃষ্টির দিন শুরু হতে না হতেই আমাদের সবার প্রিয় মিরপুর নদী তার স্বরূপে ফিরে আসতে শুরু করেছে। বাসের পাশাপাশি নৌকারও চলাচল শুরু হয়ে যায় সেখানে। তাই আসন্ন বর্ষায় মিরপুরবাসীর জীবনযাত্রাকে আরো সহজ করার লক্ষ্যে সেখানে চালু হচ্ছে স্কুবা ডাইভিংয়ের স্কুল। স্কুলের প্রতিষ্ঠাতা রাব্বি ইতিমধ্যেই ফেসবুকে “#ঘরের কাছেই শিখুন স্কুবা ডাইভিং” হ্যাশট্যাগ দিয়ে মিরপুর স্কুবা ডাইভিং স্কুল নামে একটি পেইজ খুলেছেন। পেইজ খোলার সাথে সাথেই মিরপুরবাসীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছেন বলেও তিনি জানান। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য রাব্বি ভাইকে ফোন দিলে তিনি বলেন- “আসলে বর্ষা এলেই আমাদের মিরপুরবাসীদের মনে হয় আমরা একটি দ্বীপে আছি, এছাড়া হেটে বা যানবাহনে কাজে যাওয়াটাও বেশ ঝামেলার হয়ে যায়। তাই মানুষ যেন সহজেই ডুব সাতার দিয়ে কাজে কর্মে যেতে পাড়ে, এছাড়াও বর্ষার দিনে অবসর সময়ে পরিবার পরিজন নিয়ে মিরপুর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে, সেজন্যই মূলত আমি এই স্কুলটি খোলার উদ্যোগ হাতে নিয়েছি।”

এদিকে মিরপুর স্কুবা ডাইভিং স্কুলে ভর্তি হওয়ার জন্য ইতিমধ্যেই বিশ্বের নামিদামি সব সেলিব্রেটিরা আগ্রহ প্রকাশ করেছে, তবে করোনার জন্য বর্ডার বন্ধ থাকায় তাদের অনলাইনে স্কুবা ডাইভিংয়ের ট্রেনিং দেওয়ার আশা দিয়েছেন স্কুলটির প্রতিষ্ঠাতা জনাব রাব্বি!

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: জেনে নিন চঞ্চল চৌধুরীর কোন সিনেমাটি আপনার Love life-কে Describe করে!

যে ৮টি কারণে আমাদের জীবনে ডিমের গুরুত্ব অপরিসীম