in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

আশেপাশের সবার কাছে নিজেকে এস্থেটিক প্রমাণ করার ১০টি অব্যর্থ কৌশল

চঞ্চল চৌধুরী নিজের এক বিজ্ঞাপনে বলেছিলেন “একটু চালাক না হইলে এই দুনিয়াতে টেকা খুবই কঠিন”, তবে বর্তমান সামাজিক পরিস্থিতি অনুযায়ী বলা যায়, চালাক নয় “একটু এস্থেটিক না হইলে এই দুনিয়াতে টেকা খুবই কঠিন”। তাই যারা এস্থেটিক হওয়ার তীব্র প্রচেষ্টায় আছেন কিন্তু কিছুতেই কোন কাজ হচ্ছে না, আজ তারা জেনে নিন নিজেকে এস্থেটিক প্রমাণ করার কিছু নিনজা টেকনিক!

১. হাল্কা গ্রেইন, ইউটিউব লিংক কিংবা ভারী কোন কবিতার লাইনসহ নিজের প্রোফাইল পিক দিবেন

via GIPHY

 

২. কাঠগোলাপ শব্দটি শোনামাত্রই তাতে সাদার মায়া মেশানোর চেষ্টা করবেন (মেটাফোরিক্যালি)

via GIPHY

 

৩. বুঝেন কিংবা না বুঝেন বিভিন্ন এস্থেটিক পেইজের পোস্ট শেয়ার করবেন

via GIPHY

 

৪. মাঝেমধ্যে নীলক্ষেত থেকে কমদামে বই কিনে ফেসবুকে দামি কোনো বুকশপকে ট্যাগ করে বইয়ের ছবি পোস্ট করবেন

via GIPHY

 

৫. বায়োতে অবশ্যই নিজেকে স্যাপিয়োসেক্সুয়াল হিসেবে উল্লেখ করবেন

via GIPHY

 

৬. না বুঝলেও বিভিন্ন আর্ট এক্সিবিশনে যাবেন এবং চেক-ইন দিবেন

via GIPHY

 

৭. বইয়ের আশেপাশে কফির কাপ, ফুল এসব দিয়ে ইন্সটা স্টোরি করবেন

via GIPHY

 

৮. হুদাই মাঝেমধ্যে বিভিন্ন আর্টিস্টের ছবি লাভ রিয়্যাক্ট দিয়ে শেয়ার করবেন

via GIPHY

 

৯. কেউ আগ্রহী না হলেও আড্ডায় জোর করে ফিল্ম, পলিটিক্স এসব নিয়ে কথাবার্তা বলবেন

via GIPHY

 

১০. এবং বেশি বেশি পিংক ফ্লয়েড, মেঘদল, মহীনের ঘোড়াগুলির গান শেয়ার করবেন (অবশ্যই লাভ রিয়্যাক্ট দিয়ে)

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

প্রতিটা সুখী মানুষ যে ১০টি নিয়ম সবসময় মেনে চলে

দেখুন তো এই ৮টি ফিকশনাল সুপারড্যাড ক্যারেক্টারের সবাইকেই চেনেন কিনা