জীবনে সুখ দুঃখ যতদিন থাকবে, কান্নাকাটি করার মত কারণও ততদিন থাকবে। এবং সুখ দুঃখ ছাড়া অন্যান্য যেকোনো কারণেও আপনি কাঁদতেই পারেন। ইমোশনাল হয়ে একটু কান্নাকাটিতে সত্যিই দোষের কিছু নেই।
১. বিয়ে, জন্মদিন, বিবাহ বার্ষিকী বা যেকোনো মেজর ইভেন্টেই কান্নাকাটিতে আপনি সামিল হয়ে যান
via GIPHY
২. অসম্ভব কিউট কিছু দেখলেও আপনার চোখে পানি চলে আসে
via GIPHY
৩. অল্প কষ্ট পেয়ে বা কষ্ট পাওয়ার স্মৃতি মনে করে মাঝেমধ্যেই পাবলিক প্লেসে অপরিচিত লোকজনের সামনেই কেঁদে ফেলেন
via GIPHY
৪. জানেন যে কান্নাকাটি করে ভাসিয়ে ফেলবেন তাও খুঁজে খুঁজে বারবার ইমোশনাল মুভি আর টিভি সিরিজগুলো দেখেন
via GIPHY
৫. বাংলাদেশের কেউ ভালো কিছু অর্জন করলে বা দেশের ক্রিকেট টিম কোনো খেলায় জিতলে বা হারলে সবার আগে আপনার চোখই ভিজে যায়
via GIPHY
৬. ছোটখাট কারণে কান্না করেন বলে কান্না করার মিথ্যা এক্সকিউজ হিসেবে বিভিন্ন জিনিসের প্রতি এলার্জি থাকার কথা অন্যদেরকে বুঝাতে হয়
via GIPHY
৭. মাঝে মাঝে আপনার গাল দিয়ে টপটপ করে গড়িয়ে চোখের পানি পড়তে থাকলেও আপনি বুঝতে পারেন না
via GIPHY
৮. কান্না করার সময় কেউ যদি আপনাকে সহানুভূতি দেখিয়ে কিছু বলে বা সিম্পলি আপনার পাশে থাকে তাহলে তখন আপনি আরো বেশি বেশি কাঁদেন
via GIPHY
৯. কান্না করলে যে স্ট্রেস কমে যায় তা আপনি ভালো করেই জানেন। তাই জোর করে কান্না আটকে রাখার জন্য এফোর্ট দেন না।
via GIPHY
১০. কেউ যদি আপনার সাথে ভালো ব্যবহার করে, সুন্দর করে কথা বলে এবং একটু হলেও কাইন্ডনেস দেখায় – তাহলে তো কথাই নেই। আরেক রাউন্ড কান্না করার জন্য আপনি অজুহাত পেয়ে যান!