লোডশেডিং এর মাত্রা আগের চেয়ে এখন কিছুটা হলেও কমে গেছে। কিন্তু ছোটবেলার দিনগুলোতে প্রায় প্রতিদিনই লোডশেডিং হতো। সেই সময়ের মজার কিছু স্মৃতি নিয়েই আজকের এই লিস্ট।
১. গরমের বাহানা দেখিয়ে পড়ালেখা থেকে ব্রেক নেয়া
via GIPHY
২. ইলেকট্রিসিটি আসার সাথে সাথে সবার আগে ছুটে গিয়ে মোম নেভানো
via GIPHY
৩. অন্য এলাকায় ইলেকট্রিসিটি চলে যাওয়া মানে ধরে নেয়া যে, নিজের এলাকায় ইলেকট্রিসিটি আসবে
via GIPHY
৪. ইলেকট্রিসিটি আসার সাথে সাথে পুরো মহল্লা জুড়ে আনন্দে চিৎকার করা
via GIPHY
৫. পরিবারের সবাই মিলে গানের কলি খেলা অথবা ভূতের গল্পের আসর জমানো
via GIPHY
৬. বাসার নিচে অথবা ছাদে আশেপাশের সমবয়সীদের সাথে মিলে কোন গেইম খেলা
via GIPHY
৭. টিভিতে পছন্দের প্রোগ্রাম চলাকালীন ইলেকট্রিসিটি চলে যাওয়ায় দুঃখে হা-হুতাশ করা
via GIPHY
৮. বিভিন্ন ধরনের টর্চ আর লেজার লাইট নিয়ে শো-অফ করা