মানুষের হাত নাকি দুইটি, কিন্তু তৃতীয় একটি হাত আছে, যার নাম অজুহাত এবং আমরা সবাই সবচেয়ে বেশি এটিই ব্যবহার করে থাকি। আমাদের বাঙালিদের ৭টি কমন অজুহাতের লিস্ট করা হলো, মিলিয়ে দেখুনতো আপনি এর মধ্যে কয়টি ব্যবহার করেছেন।
১. আলসেমি করে বাসায় থাকার জন্য প্ল্যান ক্যানসেল করে, ‘আরে আজকে অনেক কাজের ঝামেলায় আটকে আছি, নাইলে অবশ্যই আসতাম’
via GIPHY
২. ইচ্ছা করে ফোনকল ইগনোর করে, ‘আরে আমিতো দেখিই নাই! ফোনটা সাইলেন্ট ছিল!’
via GIPHY
৩. বাসা থেকে বের হবার আগেই, ‘এইতো আমি রাস্তায়, আর ৫ মিনিট লাগবে আসতে ‘
via GIPHY
৪. কোনো প্ল্যানে যাবার ইচ্ছা না থাকলে, ‘আসলে আমার তো বাসায় রাজি হবে না’
via GIPHY
৫. গ্রুপ কল কিংবা অনলাইন ক্লাস মিটিং এর সময়, ‘ আমার বাসায় ইন্টারনেট চলে গেসে’
via GIPHY
৬. দেরি করে বাসা থেকে বের হবার পর, ‘বিশ্বাস করেন ভাই! রাস্তায় কুত্তার মতো জ্যাম লেগে আছে’
via GIPHY
৭. কাউকে উল্টাপাল্টা টেক্সট পাঠানোর পর, ‘আসলে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, এগুলো আমি পাঠাই নাই’