নিজের কাজ নিয়ে সিরিয়াস থাকাটা ভালো একটা গুণ, তবে এই সিরিয়াসনেস একটু বেশি হয়ে গেলে তখন অনেকগুলো সমস্যা আমাদের জীবনে চলে আসে। তাই আজ আমরা এমন কিছু বিষয় খুঁজে বের করেছি। যেগুলো আপনি workaholic হলে অনেক বেশি রিলেট করতে পারবেন
১. বন্ধু, পরিবার কিংবা প্রিয়জন সবার আপনাকে নিয়ে একটাই অভিযোগ, আপনি তাদের সময় দেন না
via GIPHY
২. কোন কাজ না থাকলে উল্টো আপনার কেমন অস্থির লাগতে থাকে
via GIPHY
৩. অফিসে সবার আগে ঢোকেন আপনি এবং বের হন সবার পরে
via GIPHY
৪. আপনি মনে করতে পারেন না শেষ কবে উইকডেতে কোন ইভেন্ট অ্যান্টেন্ড করেছেন
via GIPHY
৫. অনেক সময় কাজের জন্য আপনার বাসায় “ফাডাফাডি’ অবস্থা হয়ে যায়
via GIPHY
৬. যেকোনো কাজই আপনি ডেডলাইনের আগে শেষ করে ফেলতে ভালোবাসেন
via GIPHY
৭. অনেক সময় কলিগরাও আপনার জন্য প্যারা খেয়ে যায়
via GIPHY
৮. আপনি বুঝেই উঠতে পারেন না মানুষ ওয়ার্কলোড নিয়ে কমপ্লেইন করে কেন?