আমাদের সবারই চেনাজানা সার্কেলে কারো না কারো কোভিড হয়েছে এবং যে পরিস্থিতি চলছে সামনে আরও অনেকেরও হতেই পারে। পরিচিত কেউ কোভিড আক্রান্ত হলে তাকে যেসব কথাগুলো বলা আপনার উচিত নয়, সেগুলোই আজ একটু জেনে নিন-
১. কার থেকে হলো? কিভাবে হলো? (এই ধরণের অদ্ভুত প্রশ্নের অর্থ আপনার নিজেরও জানা নেই, আরেকজনকে কেন করবেন?)
via GIPHY
২. আপনাকে দেখে মনে হচ্ছে না কিছু হয়েছে (গায়ে সবুজ রংয়ের ভাইরাস দৌড়াদৌড়ি করলে মনে হবে কিছু হয়েছে?)
via GIPHY
৩. আপনি “ঐটা” ট্রাই করেছেন? (আপনি ডাক্তার নন, তাই আন্দাজে কাউকে “ঐটা” বা “এটা” ট্রাই করতে বলবেন না)
via GIPHY
৪. আপনি/তুমি/তুই এমনিতেই যে দুর্বল (খুব উপকার হবে অলরেডি রোগে আক্রান্ত থাকা একজনকে এসব বলে মানসিকভাবে আরও দুর্বল করে দেওয়ার মাধ্যমে)
via GIPHY
৫. এটা কোন বড় ব্যাপার নয় (অবশ্যই এটা বড় ব্যাপার, লাখো মানুষের মৃত্যু হচ্ছে এর জন্য)
via GIPHY
৬. সত্যিই কোভিড হয়েছে তো? (সত্যি কোভিড হওয়ার প্রমাণ দেখাতে হবে?)
via GIPHY
৭. আরে আমার চেনা অমুক বা অমুকের অমুক কয়েকদিন আগে মারা গেলো করোনায় (প্লিজ কোনভাবেই বলবেন না এই ধরণের কথা)