in

ভাল্লাগসেভাল্লাগসে

কাছের মানুষদের সাথে যে কাজগুলো আমাদের সবার করা উচিত

ভালবাসার মানুষদের আমরা মাঝেমধ্যে নিজের অজান্তেই বেশ হালকাভাবে নিয়ে ফেলি, অবহেলা করে বসি। কিন্তু খুব ছোট ছোট কিছু কাজের মাধ্যমেই প্রিয়জনদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেন, সেই সাথে সম্পর্কের মধুরতাটাও আরো বাড়িয়ে তুলতে পারেন।

১. যে বাবা সারাজীবন ধরে কষ্ট করেছেন পরিবারকে ভালো রাখার জন্য, তাকে সুযোগ বের করে একটু ধন্যবাদ জানান

via GIPHY

 

২. কখনো ভুলে মায়ের মনে কষ্ট দিয়ে বসলে, স্যরি বলে তাকে জড়িয়ে ধরুন

via GIPHY

 

৩. ছোটবেলার যে বন্ধুটির সাথে অনেক বছর কথা হয় না, ফোন করে একবার তার খোঁজ নিন

via GIPHY

 

৪. কোন বন্ধুর বিপদের খবর শুনলে এগিয়ে যান, যদি সে কোন সাহায্য নাও চায়, তবুও তার পাশে আছেন বলে অন্তত আশ্বাসটুকু দিন

via GIPHY

 

৫. প্রিয়জনদের উৎসবে শামিল হওয়ার চেষ্টা করুন, যতই ব্যস্ততা থাকুক- সময় বের করে নিন

via GIPHY

 

৬. জীবনের নানা রকম ব্যস্ততার কারণে হয়তো স্কুল-কলেজের বন্ধুদের সাথে আগের মতো আড্ডা হয় না, তবুও চেষ্টা করুন মাঝেমাঝে সবাই একসাথে হবার

via GIPHY

 

৭. নিজের ভুল থাকলে, ইগো বাদ দিয়ে সেটা স্বীকার করে নিন, একইসাথে অন্যদেরও ক্ষমা করতে শিখুন

via GIPHY

 

৮. কাছের মানুষদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং নিজের মনের অনুভূতিগুলোও যতটা সম্ভব তাদের সামনে প্রকাশ করুন।

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

আপনি কি সার্কেলের একমাত্র রেস্পন্সিবল বন্ধুটি? তাহলে এই ৮টি ব্যাপার আপনার জন্য বেশ রিলেটেবল

যে ৭টি সত্য কথা দিনে চৌদ্দ বার বললেও কম হয়ে যাবে