প্রতিবেশী কিছু করেছে সেটার সাথে পাল্লা দিয়ে নিজেরও করতে হবে কিংবা পরিবারের সম্মান রক্ষার জন্য নিজের মানসিক স্বাস্থ্যের বারোটা বাজানো, এই ধরণের কাজগুলো আমাদের বাংলাদেশিদের দ্বারাই সম্ভব। আজ জেনে নিন এমন আরও কিছু ফালতু কাজ, যেগুলো আমরা বাংলাদেশিরা দিনের পর দিন করতে করতে নরমালাইজ করে ফেলেছি।
১. ছেলেমেয়ে কোন অপরাধ বা ফালতু কাজ করলে তার শেকড় খারাপ বা বাবা-মা খারাপ এমন স্টেরিওটাইপ তৈরি করে রাখা
via GIPHY
২. ডাস্টবিন না হলেও কোথাও ময়লা ফেলে রাখা দেখলে সেখানে আরও ময়লা ফেলা
via GIPHY
৩. মানসিক শান্তি বা স্বাস্থ্যের থেকে সামাজিক অবস্থান বা পারিবারিক সম্মানকে বেশি গুরুত্ব দেওয়া
via GIPHY
৪. অন্যরা কি করছে তা দেখে তাদের সাথে পাল্লা দিয়ে সেগুলো করার চেষ্টা করা
via GIPHY
৫. অন্যদের সামনে, বিশেষ করে অতিথি বা ফরেনারদের সামনে ফেক এক্সেন্টে কথা বলা
via GIPHY
৬. গায়ের রংকেই সৌন্দর্যের মাপকাঠি হিসেবে গণ্য করা
via GIPHY
৭. নিজের এখতিয়ারের বাইরে হলেও অন্যের বিয়ে, আয়ের মত ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলা
via GIPHY
৮. সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে গ্যাঞ্জাম/ঝগড়াঝাটি করা