শীতকাল থাকেই অল্প কয়েক মাস। আর শীতের মত শীত পড়ে বলতে গেলে বড়জোর দুই সপ্তাহ। তারপরও এই ঋতু আমাদেরকে বেশি বেশি ভালোবাসার যে সুযোগগুলো তৈরি করে দেয়, তা কিন্তু কোনো অংশেই কম না। তাই দেরি না করে এখনই জেনে নিন, কিভাবে শীতকাল এই অসাধ্য সাধন করতে সাহায্য করে।
১. শীতকাল লিটারেলি মানুষকে কাছে আনে। ভালোবাসার মানুষদের সাথে জড়োসড়ো হয়ে দেওয়া আড্ডাগুলোও জমে উঠে!
via GIPHY
২. শাল, লেপ-কম্বল শেয়ার করে পাশাপাশি বসার কিংবা নিজের জ্যাকেট-হুডি আরেকজনকে দেওয়ার এমন সুযোগ কিন্তু অন্য সিজনে থাকে না
via GIPHY
৩. শীতকালে বাড়ির বয়স্ক আর বাচ্চাদের বেশি বেশি যত্নের দরকার হয়, যার জন্য তাদেরকে বেশি বেশি ভালোবাসার আরো সুযোগ পাওয়া যায়
via GIPHY
৪. রিলেশনশিপে থাকা মানুষদের জন্য পুরো শীতকালের জুড়েই Cuddling করার অসংখ্য এক্সকিউজ তো থাকেই
via GIPHY
৫. প্রিয়জনকে কিংবা যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই তাদেরকে শীতের পোশাক কিনে উপহার দেওয়াটাও কিন্তু বেশি বেশি ভালোবাসার দৃষ্টান্ত
via GIPHY
৬. বাসায় পিঠা বানিয়ে দাওয়াত করে অন্যদের খাওয়ানো কিংবা রাস্তায় বের হয়ে একসাথে পিঠা খাওয়াও এক ধরনের ভালোবাসারই বহিঃপ্রকাশ