Spiderman: No Way Home রিলিজ পেয়েই সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়ে ! মার্ভেলের অসাধারণ এই মুভিটি কেন আপনার একাধিকবার দেখা উচিত তা জানানোর জন্যেই আজকের আয়োজন-
১. Fast Action Sequence – NWH এর দুর্দান্ত অ্যাকশন সিকুয়েন্সগুলো কিছু কিছু জায়গায় এত ফাস্ট যে, একবারের দেখায় পুরো মজাটা পাওয়া কঠিন
via GIPHY
২. Great Scenes/Moments – মুভিতে এমন বেশ কিছু অসাধারণ সিন আছে, যেগুলো একবার বড় পর্দায় দেখে আপনার মন ভরবে না
via GIPHY
৩. Surprise… Surprise – Spiderman: No Way Home এ চমকের কিন্তু কোনো অভাব নেই আর এসব চমক যতবার দেখা যায় ততবারই শান্তি লাগে
via GIPHY
৪. Mind-blowing Acting – মুভিতে থাকা একেকজন অভিনেতা তাদের অনবদ্য পারফরম্যান্স দিয়ে, বলতে গেলে নিজেদের লেভেলকেই ছাড়িয়ে গেছেন। এরকম টপ ক্লাস অ্যাক্টিং একবার দেখে কি শখ মিটবে?
via GIPHY
৫. Feeling Every Emotion – হাসি এবং কান্না – NWH দেখার অভিজ্ঞতার একটা অংশই বলা যায়। সব ধরনের ইমোশন ফিল করার এমন সুযোগ তাহলে একাধিকবার কেন নিবেন না?
via GIPHY
৬. The Freaking Post Credits – সত্যি বলতে NWH এর দুটো পোস্ট ক্রেডিট সিন এ বছর রিলিজ পাওয়া MCU মুভি (Black Widow, Eternals) থেকে অনেক বেশি এক্সাইটিং! তাই এগুলো বারবার দেখার সুযোগ মিস করা ঠিক হবে না।