কিছু বিষয় একদম সোনার হরিণের মত, তাদের কথা আমরা কেবল শুনেই যাবো কিন্তু তাদের দেখা আর পাওয়া যাবে না, যেমন ধরুন- আর্টসেলের তৃতীয় অ্যালবাম। স্কুল থেকে শুনে শুনে বড় হয়ে, কলেজ-বিশ্ববিদ্যালয় পাশ করে, বিয়েশাদী করে ফেলেছে- এমন অনেক মানুষই এখনও আর্টসেলের তৃতীয় অ্যালবামের অপেক্ষায় আছে। এছাড়া ধূলাবিহীন মিরপুরের রাস্তা কবে ঠিক আমরা দেখতে পেয়েছিলাম, আর সামনেও আদৌ পাবো কিনা- তারও গ্যারান্টি নেই। আজ তাই জেনে নিন, সে বিষয়গুলো সম্পর্কে যেগুলো আমাদের জীবনে ঠিক কবে আসবে আমরা কেউই আসলে জানি না।
১. আর্টসেলের তৃতীয় অ্যালবাম
via GIPHY
২. ঈদের পর কঠোর আন্দোলন
via GIPHY
৩. ধূলাবিহীন মিরপুরের রাস্তা
via GIPHY
৪. কিপটা বন্ধুর থেকে পাওনা ট্রিট
via GIPHY
৫. উইকডে- তে জ্যামবিহীন বিজয় সরণী
via GIPHY
৬. প্যারাবিহীন প্রেম
via GIPHY
৭. ননজাজমেন্টাল প্রতিবেশী/আত্নীয়স্বজন