in

মাইরালামাইরালা

যে ৮ ধরণের বন্ধু সব ছেলেদের সার্কেলেই থাকে

বয়স যেমনই হোক, ছেলেদের জীবনে বন্ধুত্বের সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অটুট থাকে। আর সব ছেলেদের সার্কেলেই কিছু নির্দিষ্ট চরিত্রের বন্ধু একদম কমন ব্যাপার। যে কয়েক ধরণের বন্ধু সব ছেলেদের সার্কেলেই থাকে, তাদের নিয়েই আজকের লিস্ট

১. গালি সম্রাট, যার মুখে বুলি(কথা) কম আর গালি বেশি থাকে

via GIPHY

 

২. রোমিও, দুইদিন পর পর প্রেমে পড়ে, বাপ্পারাজের মত ছ্যাঁকা খেয়েও এদের শিক্ষা হয় না

via GIPHY

 

৩. গ্যাংস্টার, তাবৎ দুনিয়ার সব এলাকাতেই এদের বন্ধুবান্ধব আছে, যেকোনো গ্যাঞ্জামে সবার আগে থাকে

via GIPHY

 

৪. পান্ডা, এরা দেখতেও নাদুস নুদুস, স্বভাবেও একদম নরম

via GIPHY

 

৫. ফরেভার এলোন, আজ অবদি এদের জীবনে প্রেম আসেনি, আদৌ আসবে কিনা কেউ জানেনা

via GIPHY

 

৬. সিরিয়াস ম্যান, সবকিছু নিয়ে এরা যথেষ্ট সিরিয়াস, নরমাল ব্যাপার নিয়ে ফাজলামি করলেও এরা লেকচার শুরু করে দেয়

via GIPHY

 

৭. পল্টিম্যান, এদের মতো পল্টিবাজ খুব কম মানুষই হয়, ৫ মিনিটের কথা বলে আধাঘন্টা দাঁড় করিয়ে রাখতে এরা ভালোবাসে

via GIPHY

 

৮. ভীতুর ডিম, এরা সবকিছু নিয়েই ভয় পায়, ক্রাশের কাছে নিজের মনের কথাও এরা বন্ধুকে দিয়ে বলায়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন এই বছর আপনার ছ্যাঁকা খাওয়ার চান্স কত পারসেন্ট

পার্টনারের সাথে শপিংয়ে গেলে প্রতিটি ছেলেকেই যে প্যারাগুলো খেতে হয়