“কে হতে চায় কোটিপতি” নামক টেলিভিশন শো -এর ব্যাপারে আপনি হয়তো জানেন। তবে একদিনের জন্য কোটিপতি হওয়ার চিন্তাটা কিন্তু নতুন। মনে করুন, একদিনের জন্যে আপনি মিলিওনিয়ার হয়েই গেলেন, কি করবেন তখন আপনি এত টাকা নিয়ে?
১. কি করবো বুঝতে না পারা – জ্বি, হ্যাঁ। মাত্র একদিনের জন্য এত টাকা পেলে, কি রেখে কি করবো সেটা বুঝে উঠতে উঠতেই তো দিন শেষ!
via GIPHY
২. বারবার গুনে দেখা – আমরা যেখানে হাজার খানেক টাকা হাতে আসলেই ২-৩ বার গুণে দেখি, সেখানে কোটি টাকা আসলে কি না গুনেই আপনি বিশ্বাস করবেন?
via GIPHY
৩. টাকার মধ্যে মেসেজ খোঁজা – টাকার নোটে অনেক কিছুই লেখা থাকে। সেগুলোর ছবি তুলে মানুষ ভাইরালও হয়। সুতরাং এতগুলো নোটে তো ভাইরাল হওয়ার মতো লেখা পাওয়া যাবেই
via GIPHY
৪. বিছানায় টাকা বিছিয়ে কিছুক্ষণ ঘুমানো – এটা অনেকেরই একটা স্বপ্ন, একদিন এত টাকা হবে যে, টাকার বিছানায় ঘুমানো যাবে। তো কোটি টাকা হাতের কাছে পেয়ে এরকম একটা ন্যাপ কিন্তু নেওয়াই যায়
via GIPHY
৫. সুইস ব্যাংকে ট্রান্সফারের ব্যবস্থা করা – এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এদেশ থেকে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। সেখানে এই কোটি টাকা “ট্রান্সফার” করা তো কোনো ব্যাপারই না
via GIPHY
৬. বেশি বেশি ছবি তুলে রাখা – এই জেনারেশনের সবাই ছবি তুলতে খুব পছন্দ করে। তাই Instagram কিংবা ফেসবুকে এই কোটি টাকার যত ছবি পোস্ট করা যায়, সেটাই করতেন। তাছাড়া টাকা ফ্লেক্স করে একটা tiktok বানিয়ে নিলেও মন্দ হতো না