বিশ্ববিদ্যালয়ে উঠলেই আমাদের পড়ালেখার ট্র্যাক একদম চেইঞ্জ হয়ে যায়, নতুন নতুন এই জীবনে এসে, আগে যেই স্টুডেন্ট সারাদিন বই নিয়ে বসে থাকতো, সেও পরীক্ষার আগের রাত ছাড়া পড়ালেখা করতে খুব একটা বসে না। আজ মিলিয়ে নিন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই পরীক্ষার আগের রাতে যে কাজগুলো করে, আই রিপিট, অধিকাংশ বাংলাদেশি ছাত্র-ছাত্রী সবাই কিন্তু না…
১. প্রথমেই বই খুলে এক দফা অজ্ঞান হয়
via GIPHY
২. এরপর পুরো সেমিস্টার পড়ালেখা না করার জন্য নিজেকে গালাগালি করে
via GIPHY
৩. বন্ধুদের ফোন দেওয়া শুরু করে
via GIPHY
৪. ক্লাসগ্রুপে অন্যদের কি অবস্থা সেটির খোঁজখবর নিতে শুরু করে
via GIPHY
৫. সারারাত ধরে পড়ালেখার ম্যারাথন চালানোর ব্যাপক প্রচেষ্টা করে
via GIPHY
৬. পড়তে পড়তে আবার মাঝখানে ঘন্টাখানেক ঘুমিয়ে নেয়
via GIPHY
৭. এরপর ঘুম ভেঙ্গে যখন দেখে, আর সময় নেই- তখন উপরওয়ালার উপর সবকিছু ছেড়ে দেয়!
via GIPHY
৮. এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে, সামনের সেমিস্টার থেকে ভালোমত পড়বে বলে প্রতিজ্ঞা করে