বাংলাদেশি মুরুব্বিদের সাথে কোন একটা বিষয় নিয়ে তর্ক শুরু হলে একটা পর্যায়ে তারা না পেরে উঠলে দেখবেন আমাদের বেয়াদব আখ্যা দিয়ে বলে বসেন “খালি মুখে মুখে তর্ক!” যুক্তি নয়, তর্ক জেতায় আমাদের বাংলাদেশিদের অন্যরকম নিজস্ব পদ্ধতি রয়েছে, আজকে জেনে নিন বাংলাদেশিদের তর্কে জেতার তেমনই কিছু মৌখিক অস্ত্রগুলো সম্পর্কে –
১. বাংলাদেশি মুরুব্বিদের তর্কে জেতার অস্ত্র “খালি মুখে মুখে তর্ক, বেয়াদব কোথাকার”
via GIPHY
২. বাংলাদেশি মায়েদের তর্কে জেতার অস্ত্র “আমি তোর পেটে হইসি না তুই আমার পেটে?”
via GIPHY
৩. বাংলাদেশি বাবাদের তর্কে জেতার অস্ত্র “এতো বড় বড় কথা, তোমার বয়সে আমি…..”
via GIPHY
৪. বাংলাদেশি প্রেমিকাদের তর্কে জেতার অস্ত্র “তুমি আমাকে আর ভালোই বাসোনো, তুমি আর আগের মত নেই”
via GIPHY
৫. বাংলাদেশি ছোট ভাই-বোনদের তর্কে জেতার অস্ত্র “এই মাআআআআআআআআআআআআ”
via GIPHY
৬. বাংলাদেশি বড় ভাই-বোনদের তর্কে জেতার অস্ত্র “আমার থেকে বেশি জানিস?”
via GIPHY
৭. বাংলাদেশি বন্ধুদের তর্কে জেতার অস্ত্র “বিশ্বাস না হইলে বাজি লাগ এক্ষুনি”