কিছু খেতে দিলে ” না না , খাবো না” বলে অনেক ঢং করে, এরকম মানুষ নিশ্চয়ই আপনার পরিবার কিংবা ফ্রেন্ড সার্কেলেও আছে। তাদেরকে সহ্য করছেন এটা আপনার কৃতিত্ব কিন্তু এই মানুষগুলোকে প্যারা দেওয়ার সুযোগ থাকলে হাতছাড়া করবেন কেন? এখনই জেনে নিন কিভাবে কি করতে পারেন।
১. খাওয়া না পর্যন্ত মুখের সামনে খাবার ধরে রাখা। এতে করে তারা বিব্রত হবে, একটু লজ্জাও পাবে। পরেরবার থেকে এত বাহানা করবে না
via GIPHY
২. নিজের হাতে খাবার খাইয়ে দেওয়া। কারণ সুন্দর করে বলার কাজ কিন্তু করে ফেলেছেন। তাও যদি ন্যাকামি না কমে এটাই শেষ সম্বল
via GIPHY
৩. সবাই মিলে তার দিকে বিরক্ত হওয়ার লুক দেওয়া। কারণ সবাই জানে সে পরে ঠিকই খাবে এবং এখন শুধু শুধুই ঢং করছে, ফলে এরকম লুক সে ডিজার্ভ করে
via GIPHY
৪. তাকে একবারের বেশি খাবার অফারই না করা এবং তার জন্য আর খাবার না রাখা (যেহেতু সে খেতেই চায় না!)
via GIPHY
৫. অতিরিক্ত ঢং করার শাস্তি হিসেবে তাকে ২-৩ বার হ্যাংআউটে ইনভাইট না করা। পরে আবার তাকে সুযোগ দেওয়া। অবস্থার উন্নতি না হলে ট্রিটমেন্ট চালিয়ে যাওয়া
via GIPHY
৬. সে কোনো কিছু অফার করলে তার মতো করেই ন্যাকামি শুরু করা যেন সে বুঝে ব্যাপারটা কতো বিরক্তিকর