এখন না হয় ডিজিটাল যুগ, বিনোদনের হাজারটা অপশন আমাদের হাতে। কিন্ত আমাদের শৈশবের সময়টায় বিটিভিই ছিল আমাদের একমাত্র ভরসা, আর শুক্রবার বিকেলে বিটিভিতে সিনেমা দেখানোর সময়টা ছিলো মহোৎসবের মত। আমাদের জেনারেশনের খুব কম মানুষই আছে যাদের শৈশব বিটিভির সিনেমার সাথে কাটেনি। আর আমাদের প্রায় সব বাংলা সিনেমাতেই চিরাচরিত কিছু কমন সংলাপ ছিল। আজ সেগুলো নিয়েই একটু স্মৃতিচারণ করা হোক।
১. চৌধুরী সাহেব! মনে রাখবেন, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না!
via GIPHY
২. বাবা থাকো তুমি তোমার টাকার পাহাড় নিয়ে, আমি চললাম কাল্লুর সাথে!
via GIPHY
৩. কি তোর এত বড় স্পর্ধা! সামান্য একটা স্কুল মাস্টারের ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম করিস!
via GIPHY
৪. এই যে মিস্টার, আপনি জানেন আমি কে??
via GIPHY
৫. মা মা আমি পাশ করেছি, ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছি! মা আমি চাকরি করব, আমাদের আর কোনো দুঃখ-কষ্ট থাকবে না, মা
via GIPHY
৬. ছেড়ে দে শয়তান! তোর ঘরে কি মা-বোন নেই? তুই আমার দেহ পাবি, আমার মন পাবি না!
via GIPHY
৭. শয়তান তুই আমার বাবাকে মেরেছিস, আমাকে পিতৃহারা করেছিস, আমার মাকে বিধবা করেছিস! ইয়াআআআ ঢিসুম্মম!!
via GIPHY
৮. শয়তান ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া ২০টি বছর, ফিরিয়ে দে আমার হারিয়ে যাওয়া ছোট ভাইকে!
via GIPHY
৯. খোকা এই তোর বাবার খুনিইইই, প্রতিশোধ নে!
via GIPHY
১০. কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো, আজ আপনি না থাকলে কি যে হতো?!