সম্প্রতি বের হয়েছে রাবা খানের বই বান্ধobi . চারদিকে এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। তবে আলোড়ন তোলা এই বই পড়ে বাবা সাধক এবং বিশিস্ট সমাজসেবী আব্দুর রহমান বদি অনুপ্রাণিত হয়ে পুনরায় শার্ট না খুললেও খুলে ফেলেছেন তার নতুন ইউটিউব চ্যানেল JhakanakaBaba।
এ প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য আমাদের শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বদি সাহেবকে বেশ কয়েকবার মিস কল দেওয়ার পরেও তিনি যখন ব্যাক করেননি তখন বাধ্য হয়ে তাকে কল করে জানতে পারেন তিনি এখন ইউটিউব চ্যানেলের জন্য একখান ঝাঁকানাকা প্রো পিক ও কভার ডিজাইন করছেন। এমন গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে সময় বের করে তিনি বলেন- “দেখুন রাবা খান যদি ইউটিউবার থেকে লেখিকা হতে পারে তবে আমিও বাবার বাবা থেকে ইউটিউবার হতে পারি।”
এদিকে তার আপকামিং সুপার-ডুপার হিট ইউটিউব চ্যানেল খোলার কারন জানতে চাইলে তিনি তখন বলেন- “আমার এখন আসলে করার কিছু নেই সংসদ সদস্যতো আমার বউকে বানিয়ে রেখেছে। তার উপর বাবা বিরোধী অভিযানে আমার নিজেরই বাবার নাম ভুলে যাওয়ার জোগাড়। তো এই অবস্থায় আমি চাই সমাজের জন্য কিছু করতে, সমাজের স্তরে স্তরে বাবার নাম ছড়িয়ে দিয়ে একটি বাবাময় স্বয়ংসম্পূর্ণ সমাজ গড়তে। যেখানে প্রতি ঘরে ঘরে থাকবে বাবা ব্যবসায়ী তরুণ উদ্যোক্তা। আমি চাই আমাদের দেশেও পিল গেটস, বেলন মাস্ক কিংবা স্টিভ জবলেসদের মতো উদ্যোক্তা তৈরি হোক যারা দেশের নামকে বিশ্ব দরবারে বাবার মত, অর্থাৎ লাল গোলাপের মতো সুবাসিত করবে।”
তার ইউটিউব চ্যানেলের কন্টেন্ট কি হবে এই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি আমাদের আরও জানান- “দেখেন ভাই, এখানে বাবা তৈরি থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত সকল যাবতীয় তথ্য আমার ইউটিউব চ্যানেলে থাকবে। আমি অনেক ভেবে দেখলাম, এখন আমাদেরকে কষ্ট করে বাবার জন্য মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, কিন্তু আমি স্বপ্ন দেখি একসময় বাংলাদেশ নিজেই বাবা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। তখন আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা শুধু মিয়ানমার নয় বিশ্বের বিভিন্ন দেশে বাবা রপ্তানি করে আমাদের দেশের জিডিপিতে বাবা শিল্প থেকে বিশাল অংকের অর্থ যোগ করতে পারবো। বর্তমান প্রবৃদ্ধি হার ৭ শতাংশ হলেও আমি আশাবাদী যে রপ্তানি খাতে বাবা যুক্ত হলে অচিরেই তা ১০ শতাংশ অতিক্রম করবে। তবে সব কিছুতো একদিনের বিষয় নয়, আমাদের সবাইকে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করে যেতে হবে। আমি এদেশে বাবা বিপ্লব ঘটাতে চাই আর তার জন্য আমি মনে করি আমার JhakanakaBaba চ্যানেল বিশেষ ভুমিকা পালন করবে। আর আমিতো ভাই ইউটিউবের ব্যাপার স্যাপার অতো বুঝি না, কিন্তু রাবা আপার বই পড়ে আমার এই ইউটিউব চ্যানেল খোলা সেই রাবা আপা আমাকে জানিয়েছেন ইউটিউব কন্টেন্ট বানানোর ব্যাপারে যাবতীয় সাহায্য সহযোগিতা যা লাগে তিনি আমাকে করবেন।”
তবে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য রাবা খানকে ফোন দিলে তিনি ফোন ধরেন নি।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।