in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

৭টি পয়েন্টে এবারের লকডাউন ঈদ আমাদের যেমনটা কাটলো। আপনারও কি একই অবস্থা?

ঈদ মানেই ছুটি, বন্ধু আর পরিবারের সাথে আড্ডা, কিংবা ভরপুর খাওয়া দাওয়া আর সালামির টাকা দিয়ে হাত ভর্তি করা হলেও, এবার কিন্তু করোনার জন্য এসব কিছুই হয়নি। সামাজিক দূরত্বের চক্করে পরে এই প্রথমবারের মত লকডাউনে অন্যরকম একটা ঈদ কাটলো আমাদের সবার।

১. একদম কোলাকুলিবিহীন একটি ঈদ গেল, ঈদ মোবারক বলেই বন্ধুদের উপর ঝাঁপিয়ে পড়া হলো না এবার!

via GIPHY

 

২. সালামি কালেক্টরদের কেমন গেল? সে কথা নাই বলি

via GIPHY

 

৩. তবে হ্যাঁ, বিবাহিত পাবলিকরা কিন্তু ঈদের ম্যান্ডাটরি শ্বশুরবাড়ি ট্যুর থেকে বেঁচে গেছে

via GIPHY

 

৪. ঈদের দিন কাবলির সাথে চোখে সুরমা দিয়ে এলাকার সুন্দরী আপ্পিদের বাড়ির সামনে ঘোরাফেরা করা ভাইয়াদের এবার কোথাও দেখা যায়নি

via GIPHY

 

৫. দাওয়াত? এই প্রথম এই শব্দটি কোথাও শোনা যায়নি। আপনি শুনেছেন?

via GIPHY

 

৬. নতুন জামা পরে ঈদ সেলফিও দেখলাম না কোথাও, ব্যাপারটা অত্যন্ত Sed!

via GIPHY

 

৭. ঈদের সময়টা যারা বিভিন্ন ট্যুরে যায়, তাদের জীবনটা এবার ঈদে বাংলা সিনেমার বাপ্পারাজের মত কাটলো

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

রমজান শেষ হলে যে ৮টি প্যারার মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হয়

সহজ স্বীকারোক্তি: আমি এক ঘুমকাতুরে এবং আমার জন্যে এবারের ঈদই প্রকৃত ঈদ কারণ…