in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

যুগে যুগে বিভিন্ন দেশে নিজেদের মাতৃভাষার জন্য লড়াই

ভাষার জন্য আমাদের দেশের মানুষেরা লড়াই করেছেন সেটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক গৌরবের। তবে মাতৃভাষার জন্য যে শুধু বাংলাদেশিরাই লড়েছে তা কিন্তু না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চলুন জেনে নেওয়া যাক, কোন কোন দেশের মানুষেরাও আমাদের মতো নিজের ভাষার জন্যে দিনের পর দিন লড়েছে।

১. আমাদের প্রতিবেশী দেশ ভারতের আসামে ভাষার জন্য ১৯৬১ সালে আন্দোলন হয়েছিল। তৎকালীন প্রাদেশিক সরকার কেবল অহমীয় ভাষাকে আসামের একমাত্র সরকারি ভাষা করার বিরুদ্ধে আন্দোলনটি হয়েছিল।

২. দক্ষিণ আফ্রিকায় স্কুল পর্যায়ের ছাত্ররা ১৯৭৬ সালের ১৬ জুন ভাষার জন্য আন্দোলন করেছিল। আন্দোলনটি হয় গাউটাংয়ের জোহানসবার্গ শহরের সোয়েটোতে।

৩. আমেরিকায় গত শতাব্দীর ষাট-সত্তরের দশকে নাগরিক অধিকার আন্দোলনের সময় নেটিভ আমেরিকান ভাষা রক্ষার ব্যাপারটিও আসে। আমেরিকার অনেকগুলো মাতৃভাষার মৃত্যু ততদিনে হয়ে গেছে। তাই এই আন্দোলন ছিল সময়ের দাবি।

৪. এমনকি কানাডার পুর্ব অংশের অঙ্গরাজ্য কুইবেকেও ভাষার স্বাধীনতা চেয়ে আন্দোলন বেশ কয়েকবার শুরু হয়েছে।

৫. লাটভিয়াতে রাশিয়ান ভাষার স্বীকৃতির বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছিল লাটভিয়ান-রাশিয়ার ভাষার মধ্যকার প্রতিযোগিতার জের ধরে।

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: ৬টি প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন আপনি বাংলা ভাষায় কোন লেভেলের ওস্তাদ

পরিবারের অমতে বিয়ে করার আগে যে ৮টি ব্যাপার জেনে রাখা জরুরি