in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

রক্তের গ্রুপ মিলে যাওয়ায় গার্লফ্রেন্ড ব্রেকআপ করে ফেলবে এই ভয়ে রক্ত পাল্টাচ্ছেন বাড্ডার সানোয়ার

রক্তের গ্রুপ মিলে যাওয়াতে গার্লফ্রেন্ড ব্রেকআপ করে ফেলতে পারে এই ভয়ের নিজের শরীরের পুরো রক্ত পাল্টাচ্ছেন বাড্ডার সানোয়ার নামের এক ভাই। সম্প্রতি রক্ত বিশেষ-অজ্ঞ হিসেবে আত্মপ্রকাশ করা মুফতি ইব্রাহীম তার এক ভাইরাল ভিডিওতে বিভিন্ন গ্রুপের রক্তের মানুষদের নিয়ে বিশদ আলোচনা করেন, সেখানে তিনি কোন রক্তের গ্রুপের মানুষ স্বামী-স্ত্রী হিসেবে ভালো, কিংবা রক্তের গ্রুপ মিলে গেলে সে সম্পর্ক টেকে না, এমনসব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার পর সানোয়ার ভাই আতংকে দিন কাটাচ্ছেন। কারণ তার ও তার গার্লফ্রেন্ড দুইজনের রক্তের গ্রুপই C+, এখন বিয়ের পর তাদের বাচ্চা কাচ্চা দেখতে কমলালেবুর মতো হবে এই কারণ দেখিয়ে যদি তার গার্লফ্রেন্ড ব্রেকআপ করে ফেলে, তাই আগে ভাগেই নিজের পুরো শরীরের রক্ত পাল্টে ফেলার উদ্যোগ নিয়েছেন ভাইটি। এ ব্যাপারে তার সাথে কথা বলার জন্য আমাদের ভাড়াটিয়া প্রতিবেদক গেলে তিনি বলেন- “টিনের চালে ক্রো, একি কান্ড ব্রো, ইব্রাহীম সাহেব তো আমাকে প্রেমসংকটে ফেলে দিলেন, উনার গবেষণার সোদনে আমার এখন নিজের শরীরে বয়ে চলা খান বংশের রক্তই পাল্টে ফেলতে হচ্ছে।”

এদিকে রক্ত বিশেষ-অজ্ঞ মুফতি ইব্রাহীম সাহেবকে এই ব্যাপারে ফোন দেওয়া হলে তিনি আমাদের প্রতিবেদকের রক্তের গ্রুপ জিজ্ঞেস করে B+ জানতে পেরে আর কথা বলতে রাজি হননি!

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ভাড়াটিয়াদের জীবন থেকে নেয়া ৮টি কঠিন প্যারা

যে ৭ ধরনের অদ্ভুত কাজ-কারবার মানুষ সোশ্যাল মিডিয়ায় করে থাকে