in

কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম

২০১৯ জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট ছুটিগুলোকে জোড়া লাগিয়ে লম্বা করার যত উপায়!

যাদের একটু এদিক-সেদিক ঘোরাঘুরির অভ্যাস আছে কিংবা ঘুরতে পছন্দ করেন কিন্তু অফিসের কাজ নিয়ে ব্যস্ত তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যস্ততার ফাঁক গলে সময় মিলিয়ে ঘুরতে বের হওয়া। এক্ষেত্রে মাসের পরপর দুইটি ছুটিকে মিলিয়ে এক করে ছুটিটাকে একটু লম্বা করে ঘুরতে বের হওয়াই বুদ্ধিমানের কাজ। আর তাই আপনাদের জন্য অর্থাৎ ভ্রমণপিয়াসূদের জন্য বছরজুড়ে কোন মাসের ঠিক কখন ছুটি নিলেই ছুটিটা আরেকটু লম্বা করা যায় তা থাকছে আমাদের এই বিশেষ ক্যালেন্ডারে। 🙂

১. জানুয়ারী ২০১৯

ধৈর্য ধরুন! এই মাসে কোনো এক্সট্রা ছুটি নেই। সামনে শুধু ছুটি আর ছুটি!

২. ফেব্রুয়ারী ২০১৯

এই মাসে টানা ৩ দিন ছুটি! এক্সট্রা ছুটি নেয়ার কোনো প্রয়োজন নেই!

৩. মার্চ ২০১৯

এই মাসেও ১৫ থেকে ১৭ টানা ৩ দিন ছুটি!  তবে লম্বা ট্যুর প্ল্যান করলে ২৭ ও ২৮ ছুটি নিলেই ৫ দিন!

৪. এপ্রিল ২০১৯

এপ্রিলে ১২ থেকে ১৪ এবং ১৯ থেকে ২১ দুইবার টানা ৩ দিন করে ছুটি!

৫. মে ২০১৯

শুধু ২ তারিখ ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি!

৬. জুন ২০১৯

২ ও ৩ ছুটি নিলেই ৩১ মে থেকে ৮ জুন পর্যন্ত টানা ৯দিন ছুটি! 😀

৭. জুলাই ২০১৯

কোনো এক্সট্রা ছুটি নাই। অনেকতো ঘুরলেন, এবার সাপ্তাহিক ছুটিতে আশেপাশে ঘুরুন।

৮. আগস্ট ২০১৯

ফুর্তি আর ফুর্তি!  শুধু ১৪ ছুটি নিলেই টানা ৯ দিন ছুটি!!! দেশের বাইরে একটা ট্যুরতো হতেই পারে !

৯. সেপ্টেম্বর ২০১৯

১১ আর ১২ দুই দিন ছুটি নিলেই ৫ দিনের ছুটি!

১০. অক্টোবর ২০১৯

আরেব্বাহ!  ৯ আর ১০ দুই দিন ছুটি নিলে এই মাসেও টানা ৫দিন ছুটি!

১১. নভেম্বর ২০১৯

টানা ৩দিন ছুটি!  এক্সট্রা ছুটি নেওয়ার কোনো প্রয়োজন নেই!

১২. ডিসেম্বর ২০১৯

১৫ এবং ২৬ ছুটি নিলেই দুইবার টানা ৪ দিন করে ছুটি!

 

Go Zayaan এর সাহায্য নিতে ভিজিট করুন – www.gozayaan.com

What do you think?

Leave a Reply

নিঝুম কাব্য – একটি ভ্রমণ ডায়েরী

শীত আমার মিত, ফাগুন আমার ভাই