in , , ,

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

সবাই আমরা পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি

“সবাই আমরা পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি” হ্যা, নিজের ভেতরে হাজার রকমের সমস্যা খুত নিয়েও আরেকজন কেমন তা নিয়ে খুব সহজেই মন্তব্য করে ফেলি আমরা। কিন্তু আমরা ভেবে দেখিনা যে, এরা কিন্তু কেউ আকাশ থেকে পড়েনি এরা আমাদের সমাজেই আমাদের সাথে বসবাস করে। এই “এরা” হয়তো আপনি হয়তো আমি হয়তো আমরাই। অথচ আমাদের জীবন কত সহজ সরল আর সুন্দর হতো যদি আমরা নিজের দোষ ঢাকতে অন্যকে দোষ দেয়ার অভ্যাস থেকে নিজেদেরকে দূরে রেখে বরং ভাল কাজ করতাম এবং অন্যদেরকে ভাল কাজ করতে উৎসাহ প্রদান করতাম।

#১

 

#২

 

#৩

 

#৪

 

#৫

 

#৬

 

#৭

 

#৮

 

#৯

 

#১০

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ক্রিয়েটিভ কাজে নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে যে ১০টি কথা না শুনে উপায় নেই

মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে যে ৬টি অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হতে হয়!