কদিন ধরেই সিগারেটের বেশি দামের জন্য দেশজুড়ে বয়ে যাচ্ছে হাহাকার। এবার ন্যায্যমুল্যে সিগারেট কিনতে লাইনে কে আগে দাঁড়াবে তা নিয়ে বরিশালে হয়েছে তুমুল সংঘর্ষ অবশ্য সংঘর্ষে কেউই আহত হয়নি। এ কথা জানার জন্য সংঘর্ষে দৌড়ানি খাওয়া মনু ভাই নামে একজনকে জিজ্ঞেস করলে তিনি বলেন- “ও হেইয়া আমি সিগারেটের অতিরিক্ত দাম দেখে গিয়েছিলাম ন্যায্যমুল্যে সিগারেট কিনতে। সেখানে লাইনে দাঁড়ানোর পর দেখি বেনসন কিনতে আসা একজন লাইন ভেঙে আগে সিগারেট নেওয়ার জন্য চেষ্টা করছে। বাকিরা এতে প্রতিবাদ জানানোর পর ঐ ভাইটি “তোরা শালা গরীব কমদামি সিগারেট খাস, তোরা লাইনে দাড়া” বললে বাকিরা মিলে বেনসনখোর ভাইটিকে ইচ্ছামতন বাটাম দিয়ে দিলে ভাইটি একটু পরে তার দলবল নিয়ে এসে গ্যাঞ্জাম শুরু করে দেয়। ঘন্টাখানেক একপক্ষ আরেকপক্ষকে ধাওয়া পালটা ধাওয়া করে কিন্তু কেউ কাউকে মারে নাই। এইডা আবার কেমন গ্যাঞ্জাম ভাই এমন গ্যাঞ্জাম তো জীবনেও দেখি নাই”।
এদিকে গ্যাঞ্জাম লাগানো বেনসনখোর বড়ভাইটিকে ফোন দিয়ে স্যার না ডাকায় তিনি আমাদের প্রতিবেদককেও “শালা গরীব!“ বলে গালি দিয়ে ফোন রেখে দেন।
তবে অত্র এলাকার কেউ কেউ দাবি করেন এমন কোন খবর যেহেতু আমাদের কানে আসেনি সেহেতু এই ঘটনাটি মিথ্যা ও বানোয়াট। কারণ যেই খবর আমাদের কাছে পৌঁছায় না সেই খবরের কোনো অস্তিত্ব নাই।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।