এখন চলছে মীন রাশির সিজন। এই রাশির মানুষেরা সহজে নিজের মনের কথা অন্যদের বুঝতে দেয় না, তাই তাদের পার্সোনালিটি কিছুটা রহস্যময় মনে হয়। তবে বন্ধু হিসেবে কিন্তু এরা একেবারে সেরা, আজকের এই লিস্ট দেখলেই সেটা বুঝতে পারবেন
১. এরা ভীষণ বিশ্বস্ত স্বভাবের হয় এবং সিক্রেট খুব ভালো রাখতে জানে
via GIPHY
২. সাধারণত এরা খুব আন্ডারস্ট্যান্ডিং হয়, ইমোশনাল সাপোর্ট দেয়ার জন্য সবসময় পাশে থাকে
via GIPHY
৩. এরা বেশ easy-going হয়, যেকোনো পরিস্থিতির সাথে সহজেই মানিয়ে চলতে জানে
via GIPHY
৪. ফ্রেন্ডদের প্রতি এরা খুবই protective হয়, কোন ধরনের বিপদে সবসময় সাহায্য করার চেষ্টা করে
via GIPHY
৫. এরা সাধারণত ড্রামা এড়িয়ে চলে, তাই ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও অযথা কোন ঝামেলা সৃষ্টি করে না
via GIPHY
৬. এরা লিসেনার হিসেবেও বেশ ভালো, বন্ধুদের যথাযথ বুদ্ধি-পরামর্শ দিয়ে হেল্প করে
via GIPHY
৭. কাছের মানুষদের এরা প্রায়োরিটি লিস্টের একেবারে উপরে রাখে, তাই ফ্রেন্ডদের প্রতিও এরা একটু বেশিই কেয়ারিং হয়