এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়াতে পানের দোকান দিয়ে ব্যবসা শুরু করেছেন হাজারো তরুনের মনের ত্রাস এবং ক্রাশ নায়িকা পূর্ণিমা। জানা যায় পূর্ণিমা ইচ্ছা করে পানের ব্যবসা শুরু করেননি। এসএসসি পরীক্ষার আগে পূর্ণিমার বাবার সাথে তার চুক্তি ছিলো, যদি পূর্ণিমা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পান তবে তাকে পানের দোকান দিয়ে বসিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে পূর্ণিমার ব্যক্তিগত সহকারী আমাদের জানান- “আমাদের ম্যাডাম এক কথার মানুষ, পরীক্ষার আগে উনার বাবাকে উনি কথা দিয়েছিলেন যে যদি উনি জিপিএ ৫ না পান তবে অভিনয়ের পাশাপাশি পানের দোকান দিয়ে বসবেন।” আমাদের প্রতিবেদক এ ব্যাপারে পূর্ণিমার কাছ থেকে চুন্নি সাহার মতো তার অনুভূতি জানতে চাইলে পূর্ণিমার সহকারী জানান- “এখন কথা বলা যাবে, ম্যাডামের দোকান অলরেডি হিট দূর দূরান্ত থেকে হাগার হাগার মানুষ লাইন ধরে একটি বার তার দোকানের পান খেতে আসছেন।” আপনাকে এখন সময় দেওয়া যাবেনা বলেই আমাদের প্রতিবেদককে উনি দূর দূর করে তাড়িয়ে দেন।
এদিকে পূর্ণিমার এসএসসিতে জিপিএ ৫ না পেয়ে পানের দোকান দেওয়ার খবরে পিপিপি (পূর্ণিমার প্রেমে পাগল) সমিতির সভাপতি পুনি উদ্দিন উচ্ছাস প্রকাশ করে বলেছেন- “আমি আগেই কইসিলাম পূর্ণিমা এভারগ্রিন, হুদাই ফালতু লোকজন পূর্ণিমার বয়স নিয়া ফাজলামি করে। দেখলেন মাইয়া মাত্র এসএসসি দিলো জিপিএ ৫ পায় নাই অইটা আলাদা হিসাব। আমরা পূর্ণিমার বিটল লিফ স্টোরে গিয়া পান খাবো বলে ঠিক করেছি। বুকিং দেওয়া হয়ে গেছে আমাদের সিরিয়াল কাছাকাছি আসলেই আমরা লাইনে গিয়ে দাড়াবো।”
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।